Tuesday, May 6, 2025

গোপালের নিশানায় কুন্তল, দাবির সত্যতা যাচাইয়ে ত্রয়ীকে একযোগে জেরার সম্ভাবনা ইডির

Date:

Share post:

তিহার জেল থেকে বেপাত্তা গোপাল দলপতি, এমনই দাবি করেছিল ইডি। শেষপর্যন্ত গতকাল সোমবার নিজেই ইডি দফতরে ফোন করে যোগাযোগ করেন তিনি। ইচ্ছাপ্রকাশ করেন বয়ান দেওয়ার। সেই মোতাবেক ইডি আজ মঙ্গলবার তাকে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠায়। তিনি আজ সকালে সেখানে পৌঁছলে ইডি আধিকারিকরা টানা চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন।
ইডির জিজ্ঞাসাবাদের মুখে তিনি দাবি করেছেন, ‘কোনও টাকা নিইনি, পার্থ চট্টোপাধ্যায়কেও চিনি না’।শুধুমাত্র এখানেই থেমে থাকেননি তিনি।গোপাল আরও জানিয়েছেন, তদন্তের অভিমুখ ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন কুন্তল ঘোষ। মিথ্যা মামলায় তাঁকে ফাঁসানোরও চেষ্টা হচ্ছে বলে দাবি গোপালের। জানা গিয়েছে, গোপাল বলেছেন, শুধুমাত্র এক বার আড়াই থেকে ৩ লক্ষ টাকা পারিশ্রমিক হিসেবে তিনি পেয়েছিলেন। তাপস-কুন্তলের মধ্যস্থতাকারীর পারিশ্রমিক হিসেবে ওই টাকা তিনি পান।’
এখানেই শেষ নয়।গোপালের বক্তব্য শোনার পর এবং তার বডি ল্যাঙ্গুয়েজে ইডির দুঁদে গোয়েন্দারাও রীতিমতো বিভ্রান্ত। কুন্তল না গোপাল, কে সত্যি বলছেন জানতে তাঁদের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদের চিন্তাভাবনা শুরু করেছেন তদন্তকারীরা।এমনকী প্রয়োজনে তাপস মণ্ডল, কুন্তল ঘোষ এবং গোপাল দলপতিকে মুখেমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি।
ইডি সূত্রে জানা গিয়েছে, এদিন গোপালের বয়ান রেকর্ড করা হয়েছে। তিনি যে বয়ান দিয়েছেন সেটি সামনে রেখেই পরের দিকে কে সত্যি বলছেন সেটি জানার চেষ্টা করা হবে।তিনি কোটি কোটি টাকা পাওয়ার কথা অস্বীকার করেছেন। কে সত্যি বলছেন সেটা জানাই এখন ইডি আধিকারিকদের কাছে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।
প্রসঙ্গত, কয়েকদিন আগেই ইডি সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগেই জামিনে ছাড়া পেয়েছেন গোপাল। তারপর থেকেই তিনি বেপাত্তা! রহস্যের জট খুলতে যার ভরসায় এগোচ্ছিলেন গোয়েন্দারা, তাঁর অন্তর্ধানে কোন পথে এগোবে তদন্ত? প্রশ্ন ওঠে। কিন্তু এর পর তাঁর নিজের ফোন আসায় নতুন করে তোলপাড় পড়ে যায়। আজ গোপাল দলপতির বয়ানের পর পুরো তদন্ত যে নতুন মাত্রা পেল তা বলাবাহুল্য।

 

spot_img

Related articles

ICSE-তে তৃতীয় সম্পূর্ণা সংবর্ধিত মোহনবাগানে

আইসিএসই(ICSE)-তে তৃতীয়। সামনে উজ্জ্বল ভবিষ্যত্। কিন্তু সেই সম্পূর্ণাকে(Sampurna Sinha) যদি পড়াশোনা এবং মোহনবাগানের(Mohunbagan) মধ্যে কোনও একটা বেছে নিতে...

ফের কলকাতায় দিনেদুপুরে লুট! ট্যাক্সি থেকে গায়েব ২.৫ কোটি টাকা

ফের নগরবাসীর চোখের সামনে দিনেদুপুরে নগদ টাকা লুটের ঘটনা। সোমবার সকাল পৌনে বারোটা নাগাদ ফের খাস কলকাতার এন্টালির...

গোপীবল্লভপুরের বাড়িতে সস্ত্রীক দিলীপ, শ্বশুরবাড়িতে নতুন পদ রাঁধবেন নববধূ রিঙ্কু

রাজনীতি থেকে বহুদূরে এখন নতুন শ্বশুরবাড়িতে খোশ মেজাজে রিঙ্কু ঘোষ মজুমদার। সোমবার দুপুরে নববধূ রিঙ্কু ও মাকে নিয়ে...

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর নিয়ে শুভেন্দুর মন্তব্যের পাল্টা কড়া জবাব কুণালের

সঠিক সময়ে তিনি মুর্শিদাবাদ যাবেন- আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতোই সোমবার দুদিনের সফরে গিয়েছেন তিনি। আর...