Monday, August 25, 2025

পাকিস্তান থেকে এশিয়া কাপ সরানোর সিদ্ধান্ত চূড়ান্ত

Date:

Share post:

পাকিস্তান থেকে সরল এ বারের এশিয়া কাপ। আয়োজক দেশ এখনও চূড়ান্ত‌ হয়নি । মার্চে চূড়ান্ত হয়ে যাবে কোথায় হবে এশিয়া কাপ। আয়োজনের দৌড়ে এগিয়ে রয়েছে সেই সংযুক্ত আরব আমিরশাহিই। শনিবার বাহরিনে বিসিসিআই সচিব জয় শাহ এবং পাক বোর্ডের চেয়ারম্যান নাজাম শেঠি বৈঠক করেন। তার পরেই এই খবর প্রকাশ্যে এসেছে।

প্রসঙ্গত, এ বছরের সেপ্টেম্বরে পাকিস্তানে হওয়ার কথা ছিল এশিয়া কাপ। এশীয় ক্রিকেট কাউন্সিলেরও (এসিসি) চেয়ারম্যান জয় শাহ গত অক্টোবরে ঘোষণা করেন, পাকিস্তানে যাবে না ভারত। নিরপেক্ষ জায়গায় এশিয়া কাপ অনুষ্ঠিত হবে। এই নিয়ে জল ঘোলা কম হয়নি।

আমিরশাহি আয়োজনের ব্যাপারে এগিয়ে। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত এখনই নেওয়া হয়নি। জয় শাহের ইচ্ছাতেই শনিবারের আপৎকালীন বৈঠক ডেকেছিলেন নাজাম। এসিসি-র সব দেশ সেখানে উপস্থিত ছিল।

বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে, “সব দেশের উপস্থিতিতে গঠনমূলক আলোচনা হয়েছে। আয়োজকদের নাম ঘোষণা মার্চ পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে। তবে এটা নিশ্চিত ভাবেই বলা যায়, ভারত কোনও ভাবেই পাকিস্তানে যাবে না। তাই প্রতিযোগিতাকেই স্থানান্তরিত করা হবে। ”

আসলে এই মুহূর্তে পাকিস্তানের যা পরিস্থিতি তাতে এই প্রতিযোগিতা আয়োজন করার ব্যাপারে বেশি উৎসাহ দেখাননি নাজাম । পাকিস্তান এই মুহূর্তে আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। এরই পাশাপাশি আরও একটি বিষয় উল্লেখযোগ্য হয়ে দাঁড়িয়েছে, আমিরশাহিতে খেলা হলে প্রতিটি সদস্য দেশই সম্প্রচার স্বত্ব ছাড়াও অন্য পথে কোষাগার ভরাতে পারবে।

 

 

 

spot_img

Related articles

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...