বক্স অফিসে পাঠানের (Pathan) ঝড় কিছুতেই যেন থামছে না। একের পর এক রেকর্ড গড়ে অন্য রেকর্ড ভেঙ্গে চুরমার করে দিয়েছেন শাহরুখ খান (Shahrukh Khan)। অংক বলছে কালেকশন ছুঁয়েছে ৭০০ কোটির গন্ডি, তাও অপ্রতিরোধ্য ‘পাঠান’ খান। বলিউড বাদশার সাফল্যে এক্সপেক্টেশন বাড়ছে তাঁর অনুরাগীদের। এবার দাবি, আরও একবার ‘ডন’ (Don) হয়ে উঠুন ‘পাঠান'(Pathan)। ফের পর্দায় ‘ডন’ রূপে শাহরুখ খানকে দেখার জন্য মুখিয়ে রয়েছেন। আর তাই সোশ্যাল মিডিয়া (Social media) হ্যান্ডলে ট্রেন্ডিংয়ে রয়েছে ‘ডন থ্রি'(Don 3)।

যশরাজ ফিল্মসের ব্যানারে তৈরি ‘ পাঠান ‘ দেশের একজন সেনা। কিন্তু ‘ ডন ‘এমন এক চরিত্র যাঁকে এগারোটা দেশের পুলিশ খুঁজে বেড়াচ্ছে। ‘ডন’ সিনেমার আগের দুটি পার্ট দেশবাসীর পছন্দের। ‘বুড়ো হাড়ে ভেলকি’ দেখিয়ে এবার কি প্রত্যাশা বাড়িয়ে দিলেন ৫৭ বছরের শাহরুখ? দেশে ইতিমধ্যেই ৩৭৫ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে ‘পাঠান’। ট্রেড অ্যানালিস্টদের ধারণা, খুব শীঘ্রই তালিকার শীর্ষে থাকা ‘বাহুবলী ২’ এবং ‘কেজিএফ চ্যাপ্টার ২’-এর রেকর্ডকেও টপকে যাবে ‘পাঠান’।

ঠিক এই অবস্থায় দাঁড়িয়ে নেট দুনিয়ার ভাইরাল ফ্যানেদের আর্জি। এক নেটাগরিক সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘সর্বকালের সেরা ব্লকবাস্টার ছবি তো ‘পাঠান’ হয়েই গিয়েছে। এবার ‘ডন থ্রি’ নিয়ে এস।’এরপরই কমেন্টের বন্যা।কেউ লিখেছেন ‘আমরা ‘ডন থ্রি’ দেখতে চাই।’ কেউ আবার সরাসরি শাহরুখ খানকে ট্যাগ করে নেট দুনিয়ায় ‘ডন থ্রি’ নিয়ে আসার দাবিও জানিয়েছেন। বাদশা এই নিয়ে কোন জবাব না দিলেও টিনসেল টাউনের খবর, ফারহান আখতার (Farhan Akhtar) ফের শাহরুখ খানের সঙ্গে কাজ করতে চলেছেন ব্লকবাস্টার হিট ছবি ‘ডন’-এর তৃতীয় পার্টে।