Friday, November 7, 2025

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির স্বনির্ভরতা বাড়াতে উদ্যোগ, বৈঠক মুখ্যসচিবের

Date:

Share post:

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির স্বনির্ভরতা বাড়াতে উদ্যোগী সরকার। মঙ্গলবার, পঞ্চায়েত, সমবায়, স্বনির্ভরসহ গ্রামোন্নয়নের সঙ্গে যুক্ত সব দফরের সঙ্গে বৈঠক করেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী (Harikrishna Diwadi)। বৈঠকে ভার্চুয়ালি (Virtual) ছিলেন জেলাশাসকরাও।

নবান্ন সূত্রে খবর, প্রাথমিক কৃষি ঋণদান সমিতির আর্থিক কার্যকলাপ বাড়াতে বলা হয়েছে। রাজ্যে এই ধরণের প্রায় আড়াই হাজার সমিতি রয়েছে। প্রত্যেকটি সমিতির কাজকর্ম কম্পিউটার নির্ভর করে তুলতে হবে। এই সমিতিগুলি যাতে ব্যাঙ্কের মত কাজ করে তার ব্যবস্থা করতে হবে। রাজ্যের ব্যাঙ্ক নির্ভরশীল প্রকল্পগুলি যাতে সমবায় ব্যাঙ্ক নির্ভর হয়ে ওঠে তার চেষ্টা চালিয়ে যেতে হবে। সমবায় ব্যাঙ্কগুলিকে স্বনির্ভর করে তুলতে জেলাশাসকদের নিয়ে ইতিমধ্যেই কমিটি গঠন করা হয়েছে। এই কাজে ওই কমিটিকে আরও সক্রিয় হতে বলেছেন মুখ্যসচিব।

গ্রামোন্নয়নে যে সমস্ত প্রকল্পের কাজ এখনও চলছে, তা দ্রুত শেষ করতে বলা হয়েছে। সরকার গ্রামীন রাস্তা নির্মাণের জন্য ২ থেকে ৩ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে। এই টাকায় যে সব রাস্তা তৈরি হবে তার গুণমান যাতে ভাল হয় তা দেখতে জেলাশাসকদের নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। যে সব জেলায় চলতি প্রকল্পের কাজ কিছুটা পিছিয়ে রয়েছে তাদের মার্চের মধ্যে শেষ করতে নির্দেশ দিয়েছেন। বিদ্যালয়ের কাছাকাছি থাকা অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোকে অন্যত্র স্থানান্তরিত করতে বলা হয়েছে।

আরও পড়ুন- সৌরভ এবং ধোনির নেতৃত্বের স্ট্র্যাটেজিকেই আসন্ন বিশ্বকাপে হাতিয়ার করবেন হরমনপ্রীত

 

spot_img

Related articles

বলিউডে ফের শোকের ছায়া! প্রয়াত কিংবদন্তি গায়িকা – অভিনেত্রী সুলক্ষণা পণ্ডিত

বলিউডে শোকের ছায়া। প্রয়াত হিন্দি চলচ্চিত্র ও সঙ্গীত জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব সুলক্ষণা পণ্ডিত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১...

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...