মাধ্যমিক অ্যাডমিট কার্ড কবে থেকে? জানাল পর্ষদ

২৩ ফেব্রুয়ারি থেকে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে। চলবে ৪ মার্চ পর্যন্ত।

১৫ ফেব্রুয়ারি থেকে স্কুলে গিয়ে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড (Admit Card) সংগ্রহ করতে পারবে পরীক্ষার্থীরা। অ্যাডমিট দেওয়ার জন্য শিবিরের বন্দোবস্ত করা হচ্ছে। মঙ্গলবার, বিজ্ঞপ্তি দিয়ে জানাল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE)। ১৩ ফেব্রুয়ারি, সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিভিন্ন শিবির থেকে নিজেদের স্কুলের ছাত্রছাত্রীদের জন্য অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে পারবেন প্রধান শিক্ষক বা তাঁর মনোনীত কোনও প্রতিনিধি।

এছাড়া, ১৫ ফেব্রুয়ারি থেকে নিজেদের স্কুলে গিয়ে অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে পারবেন ছাত্রছাত্রীরাঅ্যাডমিট কার্ডে কিছু সংশোধন করতে হলে, পর্ষদের আঞ্চলিক অফিসে গিয়ে ২০ ফেব্রুয়ারির মধ্যে আবেদন জানাতে হবে। তার পরে কোনও আবেদন গ্রাহ্য হবে না বলে জানিয়েছে পর্ষদ।

আরও পড়ুন- আদানিকে গ্রে*ফতারের দাবিতে সরব কল্যাণ, সংসদে একজোট বিরোধীরা

 

 

Previous articleসৌরভ এবং ধোনির নেতৃত্বের স্ট্র্যাটেজিকেই আসন্ন বিশ্বকাপে হাতিয়ার করবেন হরমনপ্রীত
Next articleরাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির স্বনির্ভরতা বাড়াতে উদ্যোগ, বৈঠক মুখ্যসচিবের