Tuesday, August 26, 2025

কাঁথির শ্মশান দু*র্নীতি মামলায় নয়া মোড়! রাজ্যকে ফের মামলা দায়েরের অনুমতি হাইকোর্টের

Date:

Share post:

কাঁথি পুরসভার শ্মশান সংস্কার সংক্রান্ত টেন্ডার (Contai Tender Scam) নিয়ে রাজ্যের করা মামলায় স্থগিতাদেশের মধ্যেই এবার নয়া মোড়। বৃহস্পতিবার রাজ্যকে নতুন করে মামলা দায়েরের অনুমতি দিল কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ (Division Bench)। কয়েকদিন আগেই কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা (Rajasekhar Mantha) রাজ্যের দায়ের করা মামলায় স্থগিতাদেশ দেন। তবে মামলার মূলচক্রী শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী (Soumendu Adhikari) ঘনিষ্ঠ রামচন্দ্র পণ্ডা (Ramchandra Ponda)। আর যার ফলে স্বাভাবিকভাবেই অভিযোগের আঙুল উঠতে শুরু করেছে সৌমেন্দুর দিকেও।

উল্লেখ্য, কাঁথি পুরসভার টেন্ডার সংক্রান্ত দুর্নীতির অভিযোগ যখন সামনে আসে, তখন সৌমেন্দুই ছিলেন কাঁথি পুরসভার চেয়ারম্যান। তবে অভিযোগকারিণী ফ্রেন্ডস ইঞ্জিনিয়ার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের সম্পাদক কাকলি পণ্ডা সম্প্রতিই আদালতকে জানিয়েছেন, তাঁকে ভয় দেখিয়ে অভিযোগপত্রে সই করানো হয়েছিল। এরপরই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন রামচন্দ্র। বিচারপতি মান্থার এজলাসে কাকলির বয়ান জানিয়ে পাল্টা মামলা করেন রামচন্দ্র। এরপরই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি। বৃহস্পতিবার সেই নির্দেশকেই চ্যালেঞ্জ জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য।

এদিন হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ রাজ্যকে নতুন করে সেই মামলা করার অনুমতি দিয়েছে। গত ৪ নভেম্বর অভিযোগের ভিত্তিতে সৌমেন্দুর ঘনিষ্ঠ রামচন্দ্রকে গ্রেফতার করে কাঁথি থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে কাঁথি পুরসভার শ্মশান সংস্কার সংক্রান্ত টেন্ডার নিয়ে অন্তত দেড় কোটি টাকার দুর্নীতির অভিযোগ ওঠে। ঘটনার সূত্র ধরে সৌমেন্দুর বিরুদ্ধেও অভিযোগ দায়ের হয়। কিন্তু পরবর্তী কালে সৌমেন্দু এই মামলায় হাই কোর্টের রক্ষাকবচ পেলেও গ্রেফতার হন রামচন্দ্র।

 

 

spot_img

Related articles

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...