Saturday, November 8, 2025

Sefe Drive, Save Live: প্রচারে কলকাতা পুলিশের উদ্যোগে হাফ ম্যারাথন

Date:

Share post:

শহর থেকে উধাও শীত। তবে, সকালের তাপমাত্রায় এখনও শীতের আমেজ। সেই আমেজ গায়ে লাগিয়েই ‘Sefe Drive, Save Live’-এর প্রচারে কলকাতা পুলিশের (Kolkata Police) উদ্যোগে হ্যাফ ম্যারাথন অনুষ্ঠিত হল।

কলকাতা শহর-সহ গোটা রাজ্যে পথ দুর্ঘটনা কমাতে ২০১৬ সালে ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’-এর স্লোগান তৈরি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সতর্কবার্তায় পথ দুর্ঘটনা অনেক কমেছে। কমেছে প্রাণহানির ঘটনাও। মনে করেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। রবিবার, পথ নিরাপত্তা সপ্তাহ পালনের সমাপ্তি অনুষ্ঠানে এই কথা বলেন কলকাতা নগরপাল।

তবে পথদুর্ঘটনা কমলেও তাতে আত্মতুষ্টির কোনও জায়গা নেই। এই নিয়ে জনসচেতনতা বাড়াতে লাগাতার প্রচার চালিয়ে যাচ্ছে কলকাতা পুলিশ। এই উপলক্ষ্যে কলকাতা পুলিশের উদ্যোগে পালিত হল পথ নিরাপত্তা সপ্তাহ। এর শেষদিন রবিবার হাফ ম্যারাথনের (Half Marathon) আয়োজন করেছিল পুলিশ। এদিন সকালে হাফ ম্যারাথনের ফ্ল্যাগ অফ করেন কলকাতা মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim), পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী (Snehashis Chakraborty), নগরপাল বিনীত গোয়েল। বিনীত বলেন, ২০১৬ সালে মুখ্যমন্ত্রী যখন ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ প্রচার শুরু করেছিলেন, তখন থেকে মানুষের মধ্যে প্রচুর উৎসাহ দেখা গিয়েছে। তার আগে বছরে গড়ে চারশোর বেশি পথদুর্ঘটনার ঘটনা ঘটত। হত প্রাণহানিও। তবে পরিসংখ্যান বলছে, গত বছর সেই সংখ্যা ১৮৫-তে নেমে এসেছে। দুর্ঘটনা অনেক কমেছে। পাশাপাশি বেড়েছে সচেতনতা। এখন অনেক বেশি লোক হেলমেট পরছেন। হাইস্পিড ও ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভও অনেক কমেছে বলেও দাবি পুলিশের। অনুষ্ঠানের শেষে হাফ ম্যারাথনের বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন ফিরহাদ হাকিম।

 

spot_img

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...