Saturday, August 23, 2025

মর্মা*ন্তিক! অসুস্থ বাবাকে ঠেলা গাড়িতে শুইয়ে হাসপাতালে ছুটল বালক, ভাইরাল ভিডিও  

Date:

Share post:

অ্যাম্বুলেন্স (Ambulance) জোটেনি। আর সেকারণেই ঠেলা গাড়ি ঠেলে অসুস্থ বাবাকে হাসপাতালে (Hospital) নিয়ে গেল মাত্র ৬ বছরের এক বালক। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশে (Madhya Pradesh)। অভিযোগ, বারবার সরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্সের জন্য ফোন করলেও লাভের লাভ কিছুই হয়নি। এরপরই কোনও উপায় না পেয়ে অসুস্থ বাবাকে ঠেলা গাড়িতে চাপিয়ে হাসপাতালে নিয়ে গেল বালক। ঘটনার ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল (Viral)। বিষয়টি নিয়ে ইতিমধ্যে সরব হয়েছে নেটিজেনরা। ঘটনায় বড়সড় প্রশ্নের মুখে পড়েছে মধ্যপ্রদেশের শিবরাজ সিং চৌহান (Shivraj Singh Chauhan) সরকার।

ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে, বছর ছয়েকের এক বালক একটি ঠেলাগাড়ি ঠেলে নিয়ে যাচ্ছে। গাড়িতে শুয়ে রয়েছেন এক মাঝবয়সী ব্যক্তি। আর ঠেলাগাড়ির অপর প্রান্ত ধরে টানছেন সেই শিশুর মা। মধ্যপ্রদেশের সিঙ্গরাউলি জেলার বালিয়ারি শহরের ঘটনা। শনিবার প্রকাশ্যে আসে বিষয়টি। এরপর প্রায় তিন কিলোমিটার বাবাকে ঠেলাগাড়িতে শুইয়ে ঠেলে নিয়ে যায় বালক।

জানা গিয়েছে, চলতি সপ্তাহেই অসুস্থ হয়ে পড়েন ওই ব্যক্তি। সরকারি অ্যাম্বুলেন্সের জন্য ১০৮ নম্বরে ফোন করে অ্যাম্বুলেন্স পাঠানোর অনুরোধ করলেও, লাভের লাভ কিছুই হয়নি। হাসপাতালের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, কোনও অ্যাম্বুলেন্স নেই। রোগীকে (Patient) নিজেদেরই হাসপাতালে নিয়ে আসতে হবে। বেসরকারি অ্যাম্বুলেন্স ভাড়া করার মতো সামর্থ্য তাঁদের নেই। আর সেকারণেই বাধ্য হয়ে ঠেলাগাড়িতে বাবাকে নিয়ে হাসপাতালের দিকে রওনা দেয় বালকটি। এদিকে ভিডিওটি সামনে আসতেই নড়েচড়ে বসে জেলা প্রশাসন। বিষয়টির তদন্তের (Investigation) নির্দেশ দেওয়া হয়েছে।

 

 

 

spot_img

Related articles

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...