অবশেষে বাগে আনা গেল আরামবাগ কাঁপানো গজরাজকে। বর্ধমান জেলার বুলচন্দ্রপুর এলাকার দাসপাড়ায় বনদফতরের কর্মীরা শেষে ঘুমপাড়ানো গুলি করে কাবু করেন হাতিটিকে (Elephant)। শনিবার, সারা আরামবাগ (Arambagh) শহর জুড়ে ব্যাপক তাণ্ড**ব চালায় বুনো হাতি। পরিস্থিতি এমন দাঁড়ায় ১৪৪ ধারা জারি করতে হয় প্রশাসনকে। একপ্রকার লকডাউনের (Lockdown) ছবি দেখা যায় আরামবাগ শহরে। হাতির তাণ্ডবে মৃ*ত্যু হয় এক ব্যক্তির আর আহত হন দুজন।

রাতে আরামবাগ ছেড়ে বেরিয়ে যায় হাতিটি। যায় বর্ধমান জেলায়। এরপর বন দফতরের কর্মীদের কাছে খবর যায়। সেখানে হাতিকে ধরার জন্য পৌঁছয় বনদফতর। তাতেও বাগে আনা যাচ্ছিল না বুনো হাতিকে। অবশেষে ঘুম পাড়ানো গুলি ছুড়ে কাবু করা হয়। ট্রাকে করে হাতিটিকে নিয়ে যায় বনদফতর।
