চাকরি হারানো গ্রুপ-ডি কর্মীর পর এবার নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ মামলায় ডিভিশন বেঞ্চের দ্বারস্থ ৯৫২ জন শিক্ষক। উত্তরপত্র বিকৃত করে ৯৫২ জনকে চাকরি দেওয়া হয়েছিল বলে অভিযোগ।এই ৯৫২ জনের ওএমআর শিট সিবিআই উদ্ধার করে গাজিয়াবাদ থেকে ।

শুধুমাত্র তাই নয়, এই ৯৫২ জনের মধ্যে স্কুল সার্ভিস কমিশন ৮০৫ জনের ওএমআর শিট খতিয়ে দেখে। শেষ পর্যন্ত এসএসসি আদালতে স্বীকার করে নেয় ওএমআর শিট বিকৃত করা হয়েছে। এরপরই বিচারপতি বিশ্বজিৎ বসু কমিশনকে নির্দেশ দিয়েছিলেন, তারা যেন নিজেদের ক্ষমতা প্রয়োগ করে এই ৮০৫ জনকে চাকরি থেকে বরখাস্ত করে।

বিচারপতি বসুর সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে আবেদন জানালেন ওই চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকারা। সোমবাক কলাকাত হাই কোর্টে ওই মামলার শুনানি চলছে।
