Thursday, May 15, 2025

হায়দরাবাদ এফসির কাছে ১-০ গোলে হার এটিকে মোহনবাগানের

Date:

Share post:

হায়দরাবাদ এফসির কাছে ১-০ গোলে হার এটিকে মোহনবাগানের। শেষ পর্বে ওগবেচের গোল। এই গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিল। হায়দরাবাদের বিরুদ্ধে ০-১ গোলে হেরে গেল মোহনবাগান। এই নিয়ে টানা তিন ম্যাচে জয় অধরা জুয়ান ফেরান্দোর দলের। টানা ব্যর্থতায় চাপ ক্রমশ বাড়ছে জুয়ানের উপর।

চোটের জন্য হুগো বৌমোস, কার্ল ম্যাকহিউ ছিলেন না। কার্ড সমস্যার জন্য ছিলেন না শুভাশিস বসুও। তাই লিগ টেবিলের দুই নম্বরে থাকা শক্তিশালী হায়দরাবাদের বিরুদ্ধে নামার আগে কিছুটা ব্যাকফুটে ছিল মোহনবাগান। তবে ম্যাচে শুরু থেকেই আক্রমণের চেষ্টা করে সবুজ-মেরুন। ১৩ মিনিটে দিমিত্রি পেত্রাতোসের শট দক্ষতার সঙ্গে সেভ করে দেন হায়দরাবাদের গোলরক্ষক। ম্যাচের ৪১ মিনিটে আশিস রাইও একটি গোলের সহজ সুযোগ নষ্ট করেন। প্রথমার্ধে আক্রমণ শানালেও হায়দরাবাদের গোলের মুখ খুলতে ব্যর্থ হয়েছেন বাগানের ফুটবলাররা। তবে এদিনের খেলায় বৌমোসের অভাব টের পাওয়া গিয়েছে। মাঝমাঠে বল ধরে খেলার মতো লোক ছিল না। সেইসঙ্গে মাঝে মধ্যে মিস পাসও হয়েছে। বিরতির সময় ম্যাচের ফল গোলশূন্য ছিল।

দ্বিতীয়ার্ধের শুরুতেই সবুজ-মেরুনের রক্ষণে হানা দিয়ে গোল দেওয়ার চেষ্টা করে হায়দরাবাদ। কিন্তু বাগানের রক্ষণ সেই যাত্রায় ধাক্কা সামলে দেয়। সেইসঙ্গে ম্যাচের রাশ ধরার চেষ্টা করে মোহনবাগান। ম্যাচের ৭৬ মিনিটে আশিস আরও গোলের সুযোগ পান। তাঁর নেওয়া ডান পায়ের শট বক্সের ওপর দিয়ে চলে যায়। গোল পাওয়ার জন্য মরিয়া হয়ে কিয়ানকে নামান ফেরান্দো। কিন্তু কিয়ানও ব্যর্থ হন। দ্বিতীয়ার্ধে শেষ পর্বে ঘরের মাঠে বাগানকে চাপে রাখার চেষ্টা করে হায়দরাবাদ। সফল হয় তারা। ম্যাচের ৮৬ মিনিটে বার্তোলোমিউ ওগবেচে গোল করে হায়দরাবাদকে এগিয়ে দেন। শেষ পর্বে গোল খাওয়ার পরে আর ম্যাচে ফিরতে পারেনি মোহনবাগান।

আরও পড়ুন:সৌরভের সঙ্গে ইগোর লড়াইয়ে নেতৃত্ব গিয়েছিল কোহলির, এক স্টিং অপারেশনে বললেন চেতন

 

 

spot_img

Related articles

বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ! রাজ্য ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় ডাহা ফেল ৫১ জীবনদায়ী ওষুধ

রাজ্যের বাজারে ফের মিলল জাল ও নিম্নমানের ওষুধের হদিশ। রাজ্য ড্রাগ কন্ট্রোলের সাম্প্রতিক নমুনা পরীক্ষায় গুণমান পরীক্ষায় উত্তীর্ণ...

অ্যাক্রোপলিস মলে মাতৃত্বের জাদুতে মাতোয়ারা শহর, বিশেষ দিনে সম্মানিত হলেন মা ও সন্তানরা

“মা” শব্দটি শুধু একটিমাত্র ডাক নয়—এ এক অনুভব, এক শক্তি। সেই মাতৃত্বের জাদুকেই সম্মান জানিয়ে মাতৃ দিবস উপলক্ষে...

চেন্নাইকে টেক্কা বাংলার! মৃত্যুর মুখ থেকে রুক্মিণীকে ফিরিয়ে আনল হাওড়ার হাসপাতাল

‘উন্নত চিকিৎসা মানেই দক্ষিণ ভারত’— এই ধারণাকে চ্যালেঞ্জ জানিয়ে নতুন উদাহরণ তৈরি করল হাওড়ার নারায়ণা হাসপাতাল। বাইকের ধাক্কায়...

মরণোত্তর অঙ্গদানে অনন্য দৃষ্টান্ত! চার জনকে নতুন জীবন দিলেন জয়েশ 

মৃত্যুর পরেও চারটি প্রাণে জীবনপ্রদীপ জ্বালিয়ে দিয়ে গেলেন দমদমের কাশিপুরের যুবক জয়েশ লক্ষ্মীশঙ্কর জয়সওয়াল। মাত্র ২৫ বছর বয়সে...