Monday, November 10, 2025

রামনগরে বিজেপিকে ধুয়ে দিলেন শত্রুঘ্ন-কুণাল

Date:

Share post:

পূর্ব মেদিনীপুরের রামনগরে তৃণমূলের জনসভায় বৃহস্পতিবার তিলধারণের জায়গা ছিল না,যা দেখে আপ্লুত আসানসোলের তৃণমূলের সাংসদ শত্রুঘ্ন সিনহা।তিনি বলেন, ‘জনতা জনার্দন’।আমি তৃণমূলের এসেছি কারণ, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কাজে সামিল হতে চাই। মমতাদির নেতৃত্বে মানুষের পাশে থাকতে চাই।তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, আসানসোলে তিন লাখের বেশি ভোটে জিতে শত্রুঘ্ন সিনহা বিজেপির মুখে ঝামা ঘষে দিয়েছেন। কেন্দ্রীয় সরকারের নোটবন্দির সমালোচনা করে সাংসদ শত্রুঘ্ন সিনহা বলেন, সবই মানুষের চোখে ধুলো দেওয়া।যেভাবে একাধিকবার জিএসটি সংশোধন হয়েছে তারও সমালোচনা করেন তিনি। আসানসোলে তিনি যে রেকর্ড ভোটে জিতেছেন সেটা মানুষের জয় বলে উল্লেখ করেন। আসানসোলে তার জয় আসলে বাংলার মানুষের জয় বলে এদিন স্পষ্ট জানান সাংসদ।

তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, বিজেপির সরকার পেট্রোল-ডিজেল-সার-কেরোসিন-গ্যাসের দাম শুধুই বাড়িয়েছে, আর ব্যাংকের সুদ কমিয়েছে।তিনি দু বছর আগে শুভেন্দু অধিকারীর বক্তব্যের রেকর্ড শুনিয়ে বলেন, এখন পিঠ বাঁচাতে গদ্দার শুভেন্দু বিজেপির ছাতার তলায় গিয়ে আশ্রয় নিয়েছে।এখন গলায় অন্য সুর। সিবিআইয়ের এফ আই আর এর নাম আছে তবু তাকে গ্রেফতার করা হয় না। তৃণমূল কংগ্রেস সব ক্ষেত্রে বেশি করে মহিলাদের সুযোগ দিচ্ছে। ধর্মের রাজনীতি করে বিজেপি। পঞ্চায়েতের সিপিএম কংগ্রেসকে ভোট দেওয়া থেকে বিরত থাকার ডাক দেন কুণাল। বলেন, ওদের ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া। কারণ ওরা বিজেপির বি-টিম।

আসানসোলের সাংসদ বলেন, বিজেপি আর্থিক শক্তির কাছে মাথা নত করেননি মমতা। বিজেপিকে চ্যালেঞ্জ জানিয়েছেন। গত বিধানসভা নির্বাচনে বিজেপির দুশো পার করার স্লোগান শেষ পর্যন্ত কিী দাঁড়িয়েছিল সে কোথাও এদিন তিনি স্মরণ করিয়ে দেন।সাংসদ বলেন, বাংলা আজকে যেটা ভাবে ভারতবর্ষ কাল তাই ভাবে। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্যসাথী কার্ড আজ দেশের কাছে মডেল। কন্যাশ্রী, রূপশ্রী, মহিলাদের পেনশনের কথাও তিনি উল্লেখ করেন। চাষিদের জন্য, অনগ্রসর শ্রেণির জন্য বাংলার সরকার যা ভাবে তা দেশের কোনও সরকার ভাবে না, সাফ কথা শত্রুঘ্নর। বিজেপিকে তোপ দেগে তিনি বলেন, সার থেকে পেট্রোল, কেরোসিন থেকে গ্যাস সবকিছুর দাম বাড়িয়েছে। অথচ কেন্দ্রীয় বাজেটে এর কোনও দিশা নেই। বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন, ২০২৪ এর নির্বাচনে ২০০ পার করা তো অনেক দূর, কটা আসনে জিততে পারবে তা ভাবুক বিজেপি।পঞ্চায়েত নির্বাচনে বিজেপিকে খুঁজে পাওয়া যাবে না।

তৃণমূল মুখপাত্র কুণাল বলেন, তৃণমূল সরকারের ৬০ থেকে ৭০ টি প্রকল্পের সুবিধা রাজ্যের মানুষ জীবনের প্রতিটি ক্ষেত্রে পাচ্ছে। নিজেদের এই অধিকার রক্ষা করার জন্য তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার ডাক দেন কুণাল। বিজেপির জনবিরোধী নীতির বিরুদ্ধে বিদ্রোহ করে মাথা উঁচু করে রাজনীতির আঙিনায় রয়েছেন শত্রুঘ্ন সিনহা, মন্তব্য কুণালের।পঞ্চায়েত নির্বাচনে বিজেপিকে ধুয়ে মুছে সাফ করে দিতে সবাইকে একজোট হয়ে লড়ার ডাক দেন তিনি।

মন্ত্রী অখিল গিরির গলাতেও ছিল এক সুর। তিনি পঞ্চায়েত নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করার কথা বলেন।বিজেপিকে ধুয়ে মুছে সাফ করার কথা বলেন।

 

spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...