অস্বাভাবিক মৃ*ত্যু হল রুশ প্রেসিডেন্ট ভ্লামিদির পুতিনের প্রতিরক্ষা বিভাগের মহিলা আধিকারিক মারিনা ইয়াঙ্কিনার। সেন্ট পিটার্সবার্গে একটি বহুতল বাড়ির ১৬ তলার জানলা থেকে পড়ে মৃ*ত্যু হয় তাঁর।

সাম্প্রতিককালে মারিনার কাজ ছিল, ইউক্রেনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য দেশের হয়ে দ্রুতগতিতে তহবিল সংগ্রহের ব্যবস্থা করা। স্বল্প সময়ে বিপুল পরিমাণ অর্থ জোগাড় করতে সফল হয়েছিলেন তিনি। তাই তাঁর মৃ*ত্যু পুতিনের কাছে বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে। শুক্রবার সেন্ট পিটার্সবার্গের জামশিনা স্ট্রিটে মারিনার দেহ পড়ে থাকতে দেখেন পথচারীরা। ১৬০ ফুট উঁচু থেকে পড়েই তিনি প্রা*ণ হারান। কিন্তু কীভাবে তিনি জানলা থেকে পড়ে গেলেন, তা এখনও স্পষ্ট হয়নি। তাঁর মৃ*ত্যুর কারণ খতিয়ে দেখতে শুরু হয়েছে তদন্ত। স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, আ*ত্মঘাতী হয়েছেন মারিনা। এর আগেও পুতিনের একাধিক কর্মকর্তার সন্দেহজনক অবস্থায় মৃ*ত্যু হয়েছে।
আরও পড়ুন- Pandit Vijay Kichlu: সঙ্গীতশিল্পী পণ্ডিত বিজয়কুমার কিচলুর জীবনাবসান, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর
