Monday, August 25, 2025

ভয় পেয়েছেন ! ১৪৪ ধারার ঘেরাটোপে নিশীথের বাড়ি, বাইরে বিক্ষো*ভ সমাবেশ তৃণমূলের

Date:

Share post:

ভয় পেয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী! ভেটাগুড়িতে নিজের এলাকাতেই চারদিকে ঘেরাটোপের মধ্যে কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিকের (Nishith Pramanik) বাড়ি। BSF-র গুলিতে রাজবংশী যুবকের মৃত্যুর জবাবদিহি করতে নিশীথের বাড়ি ঘেরাওয়ের ডাক দিয়েছিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। সেইমতো রবিবার সকাল ১০টা থেকে শুরু হয়েছে তৃণমূলের বাড়ি ঘেরাও কর্মসূচি। চলবে সন্ধে ৬টা পর্যন্ত। এলাকায় জারি হয়েছে ১৪৪ ধারা। কিন্তু তা সত্ত্বেও স্বতঃস্ফূর্ত প্রতিবাদ জানাতে বাসীর বাড়ি গেটের বাইরে বিক্ষোভ সমাবেশ করছে তৃণমূল কর্মী, সমার্থক-সহ স্থানীয়রা।

কোচবিহার সফরে গিয়ে বিএসএফের গুলিতে রাজবংশী যুবকের মৃ*ত্যুর ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং সেই মন্ত্রকের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে তীব্র আক্র*মণ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অভিষেকের ঘোষণা মতোই ‘বাড়ি ঘেরাও’ কর্মসূচির গ্রহণ করে কোচবিহার তৃণমূল। এদিন সকাল ১০টা থেকে শুরু হয়েছে ওই কর্মসূচি। নিশীথের বাড়ির গলিতে জারি রয়েছে ১৪৪ ধারা। রাস্তা আটকানো হয়েছে বাঁশের ব্যারিকেড দিয়ে। ভেটাগুড়ির বিভিন্ন রাস্তার মোড়ে মোতায়েন পুলিশ। এলাকায় ড্রোনে নজরদারি চালানো হচ্ছে। প্রায় পাঁচশো পুলিশ মোতায়েন। মোতায়েন র‌্যাফ।” টহল দিচ্ছে আধাসেনাও।

তৃণমূলের কোচবিহার জেলার সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, ‘‘দলের সব নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছিল নিজের এলাকার তৃণমূল কর্মী-সমর্থকদের নিয়ে অবস্থান ঘেরাও কর্মসূচিতে যোগ দেওয়ার। সেই মতো সবাই এসেছেন। শান্তিতে চলছে বিক্ষোভ সমাবেশ’’। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) জানান, “রাজবংশী মেরে রাজবংশী প্রেম দেখাচ্ছে বিজেপি”। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর এলাকাতেই বিএসএফের গুলিতে নির্মমভাবে হত্যা করা হয়েছে রাজবংশী যুবককে। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে। বাড়ি ঘেরাও প্রসঙ্গে কুণালের মত, “বিজেপির অঙ্গুলি হেলনে যখন কেন্দ্রীয় বাহিনী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী, শিশুপুত্র, কন্যার উপস্থিতিতে তাঁর বাড়িতে হানা দেয়। তখন তাদের বাড়ি-পরিবারের কথা মনে থাকে না!”

 

spot_img

Related articles

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...