মেঘালয়ে বিজেপির ‘ইভিএম কারসাজি’ প্রকাশ্যে! ভিডিও ভাইরাল হতেই গ্রেফতার ব্যক্তি

গত ১৬ ফেব্রুয়ারি বোলং আর সাংমা নামে এক ব্যক্তি ওই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। ইভিএমে কারচুপির অভিযোগে সরব হয়েছিলেন তিনি। আর তার পরেই তাঁকে গ্রেফতার করা হয় বলে খবর। তবে বিষয়টি সামনে আসতেই বেকায়দায় পড়েছে বিজেপির উচ্চপদস্থ নেতা কর্মীরা।

হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বাকি নির্বাচনের (Election)। তার আগেই মুখ পুড়ল বিজেপির (BJP)। আগামী ২৭ ফেব্রুয়ারি মেঘালয়ের বিধানসভা নির্বাচন (Meghalaya Assembly Election)। চলছে জোরকদমে প্রচার। বিভিন্ন রাজনৈতিক দল ইতিমধ্যে রোড ম্যাপ তৈরি করে সাধারণ মানুষের মন ছোঁয়ার চেষ্টা করছেন। তবে এবার সব দলকে ছাপিয়ে সংবাদ শিরোনামে উঠে এল গেরুয়া শিবির। সম্প্রতি এমন এক ভিডিও প্রকাশ্যে এসেছে যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, ইভিএমে (EVM) যে কোনও প্রতীকের বোতাম চাপলেই ভোট সোজা চলে যাচ্ছে বিজেপি (BJP) প্রার্থীর কাছে। আর নির্বাচনের কয়েকদিন আগে এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় (Social Media) ছড়িয়ে পড়তেই মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে গিয়েছে। ঘটনায় ইতিমধ্যে মেঘালয়ের পশ্চিম গারো হিলস জেলা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার (Arrest) করেছে পুলিশ।

শনিবার মুখ্য নির্বাচনী আধিকারিক (Chief Electoral Officer) এফ আর খারকংগর একথা জানিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, গত ১৬ ফেব্রুয়ারি বোলং আর সাংমা নামে এক ব্যক্তি ওই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। ইভিএমে কারচুপির অভিযোগে সরব হয়েছিলেন তিনি। আর তার পরেই তাঁকে গ্রেফতার করা হয় বলে খবর। তবে বিষয়টি সামনে আসতেই বেকায়দায় পড়েছে বিজেপির উচ্চপদস্থ নেতা কর্মীরা। বিষয়টি নিয়ে ময়দানে নেমেছে বিরোধীরাও। বিরোধীদের অভিযোগ, অবিলম্বে দোষীদের গ্রেফতার করে আসল রহস্যের সমাধান করতে হবে। বিজেপি এভাবেই ইভিএমে কারচুপি করে দেশের একাধিক জায়গায় নির্বাচনে জিতছে। সাধারণ মানুষ বিজেপিকে ক্ষমতায় দেখতে না চাইলেও জোর করে ইভিএমকে কাজে লাগিয়ে একাধিক অপরাধমূলক কাজ করছে।

পুলিশ সূত্রে খবর, রোংজেং বিধানসভা (Rongjeng Assembly) কেন্দ্রের রিটার্নিং অফিসার পুলিশের কাছে ওই ব্যক্তির নামে অভিযোগ দায়ের করেন। আর তারপরই তাঁকে খুঁজে বের করে গ্রেফতার (Arrest) করে পুলিশ। জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির (IPC) ১৭১ জি ধারায় মামলা রুজু করা হয়েছে।