Friday, December 19, 2025

গোয়ায় আইএসএল ফাইনাল, টিকিট কাটা যাবে অনলাইন

Date:

Share post:

গোয়ায় বসতে চলেছে ২০২২-২৩ আইএসএল-এর ফাইনাল। গোয়ার পণ্ডিত জহরলাল নেহরু স্টেডিয়ামে বসতে চলেছে আইএসএল ফাইনাল। ফাইনাল হবে ১৮ মার্চ। আইএসএলের প্লে-অফ পর্ব শুরু হবে ৩ মার্চ থেকে। এদিন এমনটাই জানান হল আইএসএল-এর পক্ষ থেকে। ফাইনালের জন‍্য গোয়াকে বেছে নেওয়ার জন‍্য অনুশীলনের জন‍্য পর্যাপ্ত মাঠ এবং আধুনিক পরিকাঠামোর কথা বলা হয়েছে আইএসএল কতৃপক্ষর তরফ থেকে।

এদিন আইএসএল-এর পক্ষ থেকে জানান হয়, ফাইনালের জন‍্য অনলাইনে টিকিট কাটার সুযোগ থাকবে। ৫ মার্চ থেকে ‘বুকমাইশো ডট কম’ থেকে টিকিট কাটা যাবে। এছাড়াও জানান হয়েছে, এবার ফাইনালের সময় গোয়ায় আয়োজন করা হবে ফুটবল কার্নিভালের। মাঠে বসে খেলা দেখা ছাড়াও নানা রকম বিনোদনের ব্যবস্থা করা হচ্ছে ক্রীড়াপ্রেমীদের জন্য। কার্নিভালে অংশ নিতে পারবেন খেলা দেখতে যাওয়া দু’দলের সমর্থক এবং পরিবারের সদস্যরা।

ইতিমধ্যে শেষ হতে চলেছে আইএসএল-এর গ্রুপ পর্বের ম‍্যাচ। দু’ম্যাচ বাকি থাকতেই বেশি পয়েন্ট পাওয়ার সুবাদে লিগ শিল্ড চ‍্যাম্পিয়ন মুম্বই সিটি এফসি। এছাড়াও প্রতিযোগিতার নকআউট পর্বে জায়গা নিশ্চিত করে ফেলেছে আরও চারটি দল। এরা হল হায়দরাবাদ এফসি, এটিকে মোহনবাগান, কেরল ব্লাস্টার্স এবং বেঙ্গালুরু এফসি।আইএসএলের প্লে-অফ পর্ব শুরু ৩ মার্চ থেকে। লিগ পর্বে শীর্ষে শেষ করা দু’দল সরাসরি খেলবে সেমিফাইনালে। শেষ চারে যাওয়ার জন্য লিগ পর্বে তৃতীয় স্থানাধিকারী দলকে খেলতে হবে ষষ্ঠ স্থানে শেষ করা দলের বিরুদ্ধে। চতুর্থ স্থানে শেষ করা দল খেলবে পঞ্চম স্থানে থাকা দলের সঙ্গে। তৃতীয় এবং চতুর্থ স্থানে শেষ করা দল নিজেদের ঘরের মাঠে খেলার সুযোগ পাবে প্লে-অফ পর্বে।সেমিফাইনাল খেলা হবে হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে। অর্থাৎ, চারটি সেমিফাইনাল খেলা হবে। আর ফাইনাল হবে গোয়ায়।

আরও পড়ুন:জাদেজা-অশ্বিনদের ওপর অভিমানী অক্ষর, ভিডিও পোস্ট বিসিসিআইয়ের

 

 

spot_img

Related articles

এসআইআর প্রক্রিয়ায় নজির! প্রথমবার ভোটারকে শো-কজ কমিশনের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ায় এই প্রথম কোনও ভোটারকে শো-কজ নোটিশ পাঠাল নির্বাচন কমিশন। অভিযোগ, এক...

উত্তরপাড়া থেকে বাগদা! ভোটার তালিকায় গরমিলের অভিযোগে বাড়ছে ক্ষোভ 

খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকেই একের পর এক অসঙ্গতির অভিযোগ সামনে আসছে। কোথাও জীবিত মানুষকে মৃত বলে...

নোটিশ পাঠানো শুরু! প্রবীণ-অসুস্থ ভোটারদের বাড়িতে শুনানির ভাবনা নির্বাচন দফতরের

ইতিমধ্যেই রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে শুনানির নোটিশ পাঠানোর প্রক্রিয়া। রাজ্যের মুখ্য নির্বাচন...

মানহানির অভিযোগে প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ কুমার শানু

সংগীতজগতে দীর্ঘ চার দশকের সাফল্যের কাহিনি থাকলেও ব্যক্তিগত জীবনের বিতর্কে ফের শিরোনামে কিংবদন্তি গায়ক কুমার শানু। প্রাক্তন স্ত্রী...