Sunday, November 9, 2025

‘কুকীর্তি’ফাঁস! ২১ বছর পরে শ্রীঘরে বিজেপি বিধায়ক ভনওয়ারলাল

Date:

Share post:

ধর্ষণের অভিযোগে বিজেপি বিধায়ককে (BJP MLA) দশ বছরের কারাদণ্ডের নির্দেশ আদালতের। ২০০২ সালে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ ওঠে রাজস্থানের বিজেপি নেতা ভনওয়ারলাল রাজপুরোহিতের (Vanwarlal Rajpurohit) বিরুদ্ধে। তবে দীর্ঘ ২১ বছর মামলা চলার পর অবশেষে দোষী সাব্যস্ত হলেন বিজেপি নেতা। বুধবার নাগৌরের এক আদালত স্পষ্ট জানিয়েছে, দশ বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে বছর ৮৬-এর ওই প্রাক্তন বিজেপি বিধায়ককে। আপাতত তাঁকে পার্বতসার জেলে রাখা হয়েছে। তবে ভনওয়ারলালকে এক লক্ষ টাকা জরিমানা করেছে আদালত। জানা গিয়েছে, নির্যাতিতার হাতে তুলে দেওয়া হবে এই অর্থ। তবে এমন অপরাধে অপরাধী হওয়া সত্ত্বেও কীভাবে তিনি এতদিন জেলের বাইরে ঘুরলেন তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা।

নির্যাতিতার অভিযোগ, ২০২২ সালে নিজের বাড়িতে ডেকে এক মহিলাকে ধর্ষণ করেন স্থানীয় বিজেপি নেতা। মুম্বইয়ে স্বামীকে ফোন করার অছিলায় তাঁকে বাড়িতে ডেকে এনে ধর্ষণের অভিযোগ ওঠে। এরপরই ধর্ষণের জেরে অন্তঃসত্ত্বা (Pregnant) হয়ে পড়েন ওই মহিলা। বিজেপি নেতার চাপে গর্ভপাত করাতে বাধ্য হন তিনি। পরে নির্যাতিতার হাতে ৫০০ টাকা দিয়ে মুখ বন্ধের চেষ্টা করেন বিজেপি নেতা ভনওয়ারলাল। এরপরেই থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। কিন্তু পুলিশের কাছে অভিযোগ জানিয়েও লাভের লাভ কিছুই হয়নি।

এদিকে এমন নির্মম ঘটনার পরের বছরই ধর্ষণে অভিযুক্ত নেতাকে বিধানসভা নির্বাচনে টিকিট দেয় বিজেপি। ২০০৩ সালে জয়ী হন ভনওয়ারলাল। এরপর থেকেই আদালতে দীর্ঘদিন ধরে বিচার চলছিল বিজেপি বিধায়কের। অবশেষে দোষী সাব্যস্ত হলেন তিনি। সাজা ঘোষণার সময়ে হুইলচেয়ারে করেই আদালতে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক।

 

 

spot_img

Related articles

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...

গ্রিন লাইনে ট্র্যাফিক ব্লক, রবির শেষ মেট্রোসূচিতে বদল!

ছুটির দিনে মহানগরীর পাতাল পরিষেবায় বদল। হাওড়া ময়দান - সেক্টর ফাইভ (Howrah Maidan to Sector V) রুটে শেষ...