Friday, January 2, 2026

একই পরিবারের ৩ সদস্যের ম*র্মান্তিক পরিণতি! কারণ নিয়ে ধোঁয়াশা  

Date:

Share post:

বাড়ির ভিতর থেকে রহস্যজনকভাবে উদ্ধার হল দুই মেয়ে ও মায়ের মৃতদেহ। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বর্ধমানের (Burdwan) পীরপুকুর এলাকায়। তবে পুলিশের প্রাথমিক অনুমান, আত্মহত্যা করেছেন মা এবং দুই মেয়ে। ঘটনার তদন্ত (Investigation) শুরু করেছে বর্ধমান থানার পুলিশ। মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের (Post Mortem) জন্য পাঠানো হয়েছে।

জানা গিয়েছে, বর্ধমানের পীরপুকুর এলাকায় দীর্ঘদিন ধরেই থাকতেন মৃণালিনী চৌধুরী (৬০) এবং তাঁর দুই মেয়ে বন্দিতা চৌধুরী (৪০) ও সঙ্ঘমিতা চৌধুরী (৩২)। বৃহস্পতিবার সকালে প্রতিদিনের মতোই তাঁদের বাড়িতে গিয়েছিলেন পরিচারিকা রূপালি হাজরা। তবে দরজা বন্ধ থাকায় একাধিকবার ডাকাডাকি করলেও লাভের লাভ কিছুই হয়নি। কিন্তু এরপর কোনও সাড়াশব্দ না পেয়েই তিনি স্থানীয়দের খবর দেন। খবর দেওয়া হয় তাঁদের আত্মীয়দেরও। এরপর প্রতিবেশী এবং আত্মীয়েরা বাড়িতে ঢুকে দেখতে পান ডাইনিং হলে তিন জনের মৃতদেহ পড়ে। সেখান থেকে উদ্ধার হয়েছে একটি বোতলও। যাতে বিষ (Poison) রয়েছে বলে সন্দেহ পুলিশের। ইতিমধ্যে তা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

মৃণালিনী চৌধুরীর মামা বিশ্বনাথ মল্লিক জানান, কোভিডে মারা যান মৃণালিনী চৌধুরীর স্বামী বিমল চৌধুরী ও তাঁর বাবা ভোলানাথ মণ্ডল। তারপর থেকেই তাঁরা মানসিক অবসাদে ভুগছিলেন। তবে তারই জেরে যে এমন অঘটন তা স্বপ্নেও ভাবতে পারেননি তাঁরা। তবে পুলিশের প্রাথমিক অনুমান মা ও দুই মেয়ে আত্মঘাতী হয়েছেন। জেলার অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিংহরায় বলেন, তিনটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে তেমন কোনও আঘাতের চিহ্ন নেই শরীরে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে পুরো বিষয় স্পষ্ট হবে।

 

 

 

spot_img

Related articles

ছুটিতে হাতে–কলমে পরিবেশ শিক্ষা, প্রস্তাব শিশু অধিকার কমিশনের

স্কুলপড়ুয়াদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াতে ছুটির সময় হাতে–কলমে পরিবেশ সংক্রান্ত প্রকল্প চালুর প্রস্তাব দিল রাজ্য শিশু অধিকার সুরক্ষা...

নথি না থাকলেও যাচাই বাধ্যতামূলক! প্রান্তিক ভোটারদের অন্তর্ভুক্তিতে বিশেষ ব্যবস্থা কমিশনের

এনিউমারেশনের পর ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার শুনানি পর্বে প্রান্তিক ও পিছিয়ে পড়া শ্রেণির মানুষদের অন্তর্ভুক্তি নিশ্চিত...

বন্দে ভারত স্লিপার ভোটের আগে কেন? প্রশ্ন তৃণমূলের

হঠাৎ ভোটের আগে হাওড়া-গুয়াহাটি রুটে বন্দে ভারত স্লিপার চালানোর কথা ঘোষণা করে বাংলার মন জয়ের ব্যর্থ চেষ্টা কেন্দ্রের।...

বাতিল ওবিসি সার্টিফিকেট এসআইআরে নয়! স্পষ্ট বার্তা নির্বাচন কমিশনের 

কলকাতা হাই কোর্টের নির্দেশে যেসব ওবিসি শংসাপত্র বাতিল হয়েছে, সেগুলি এসআইআর সংক্রান্ত কোনও কাজেই ব্যবহার করা যাবে না—এ...