ডিএ-র বিজ্ঞপ্তি জারি, কবে থেকে মিলবে বর্ধিত মহার্ঘ ভাতা?

অর্থমন্ত্রীর ঘোষণা অনুযায়ী রাজ্য সরকারি কর্মচারীদের আরও তিন শতাংশ হারে মহার্ঘ্য ভাতা দেওয়ার বিষয়ে বিজ্ঞপ্তি জারি করল অর্থ দফতর। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে রাজ্য সরকারি কর্মী এবং পেনশনভোগীদের আরও ৩ শতাংশ মহার্ঘ্য ভাতা দেওয়া হবে। এর ফলে এখন থেকে তাঁরা মোট ৬ শতাংশ হারে মহার্ঘ্য ভাতা পাবেন।

বাড়তি মহার্ঘ্য ভাতা পাবেন সরকারি সহায়তাপ্রাপ্ত স্কুল, রাষ্ট্রায়ত্ব সংস্থা, পঞ্চায়েত পুরসভার মত স্থানীয় প্রশাসনের কর্মীরাও। ১ লা মার্চ থেকে বাড়তি মহার্ঘ্যভাতা কার্যকর হবে। উল্লেখ্য গত ১৫ ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশ করে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattachariya) রাজ্য সরকারি কর্মীদের জন্য আরেক কিস্তি মহার্ঘ্য ভাতা দেওয়ার কথা ঘোষণা করেন। নতুন হার ঘোষণার পরে বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে রাজ্যের কর্মীদের মহার্ঘ্য ভাতার পার্থক্য রইল ৩২ শতাংশ। তবে নতুন মহার্ঘ্য ভাতার হারে রাজ্য সরকারের কর্মীদের একটি বড় অংশ সন্তুষ্ট নন। কেন্দ্রীয় হারে মহার্ঘ্য ভাতার দাবিতে তাঁরা আন্দোলন চালিয়ে যাওয়ার কথা ঘোষণা করেছেন।

আরও পড়ুন- রাজ্যে বাতিল ১৭ লক্ষ জব কার্ড! আধার সংযোগ করতে গিয়েই মিললো তথ্য