Saturday, January 10, 2026

মাঠ থেকে পাহাড় চূড়া সঙ্গে চাইনিজ ডিশ: ময়দান কাঁপানো ৪ ‘রেফারি দিদির’ হাঁড়ির খবর

Date:

Share post:

জয়িতা মৌলিক

চৈতালি চট্টোপাধ্যায়, মিনতি রায়, রঞ্জনা চট্টোপাধ্যায়, চিত্রা রায়- ময়দানে চেনা নাম। না এঁরা এখন পায়ে বল (Ball) নিয়ে ছোটেন না। বরং ছোটান। এঁরা ময়দানের মহিলা রেফারি। ফিফা ওয়ার্ল্ড কাপে (World Cup) মহিলা রেফারিদের দেখেছে বিশ্ব। তবে, ইদানীং নয়, ১৯৯৫ থেকে ময়দানে তাঁদের অবাধ বিচরণ- জানালেন মিনতি রায়।

শনিবার, কলকাতা প্রেস ক্লাব (Press Club) আয়োজিত ‘রিপোর্টাস কাপ’ অনুষ্ঠিত হল রেফারি ক্লাবের মাঠে। এখন বিশ্ববাংলা সংবাদ, জাগোবাংলা থেকে শুরু করে তাবড় সংবাদ মাধ্যমের সাংবাদিক, সংবাদকর্মীরা ফুটবল টুর্নামেন্টে যোগ দেন। আর মাঠে ম্যাচ পরিচালনা করেন চার ‘রেফারি দিদি‘ চৈতালি চট্টোপাধ্যায়, মিনতি রায়, রঞ্জনা চট্টোপাধ্যায়, চিত্রা রায়। ‘এখন বিশ্ববাংলা সংবাদ‘-এর মুখোমুখি হয়ে চারজনই জানালেন পুরুষদের ফুটবলে রেফারি করতে আজ নয়, কোনও দিনই কোনও অসুবিধার সম্মূখীন হতে হয়নি।

চৈতালি চট্টোপাধ্যায় জানান, তাঁরা যখন এই প্রোফেশনে আসেন সেই সময় মহিলা রেফারিদের সংখ্যা বাংলার ময়দানে ছিল হাতে গোনা। কিন্তু সমস্যার সম্মূখীন হতে হয়নি। একই মত, রঞ্জনা চট্টোপাধ্যায়ের। তাঁর কথায় এক সময় চুটি ফুটবল খেলেছেন। এখন রেফারি। তাঁর সঙ্গে প্রশিক্ষক হিসেবেও কাজ করেন। চিত্রা রায় জানালেন, পরের প্রজন্মের মেয়েরাও আগ্রহী রেফারি হওয়ার ক্ষেত্রে। ফিফা ওয়ার্ল্ডকাপে মহিলা রেফারিরা এই পেশার গ্ল্যমার বাড়িয়ে দিয়েছেন বলে মত বাংলা ময়দানের চার রেফারি দিদি।

তবে, শুধু ফুটবল নয়, হকি থেকে ক্রিকেট সবেই আগ্রহী বলে জানালেন বর্ষীয়ান রেফারি মিনতি রায়। খেলার পাশাপাশি ট্রেকিং করেন এঁরা। ভালবাসেন বেড়াতে। দল বেঁধে প্রায় বেরিয়ে পড়েন ইতিউতি।

সংসার বলতে এই খেলার জগতের বন্ধুরাই। কারণ, ময়দানের এই রেফারি দিদিরা সবাই হ্যাপিলি সিঙ্গল। কিন্তু কেন! উত্তরে রঞ্জনার সরস জবাব, ময়দানের গ্যালারিতে এত দর্শক। সবাই যদি বিয়ে করতে চাইত! তাই আর কাউকেই বিয়ে করেননি তাঁরা। অবসর কাটে গান শুনে, আড্ডা দিয়ে রান্না করেন। চাইনিজ ডিশ রান্না করতে ভালবাসেন মিনতি। আর ভালবাসেন ময়দানের বন্ধুদের সহচার্য। মাঠের সবুজ এখন ছেড়ে যায়নি এই মহিলা রেফারিদের মনকে।

 

 

spot_img

Related articles

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...

তাহেরপুরে অভিষেকের সভা: ভিড়ের ছবি বুঝিয়ে দিল মতুয়ারা কার পক্ষে

কিছুদিন আগে নদিয়ায় রানাঘাটে সভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আবহাওয়ার কারণে তিনি সেখানে পৌঁছাতে না পেরে...

নেক্সট ডেস্টিনেশন ইলেকশন কমিশন: নির্বাচন কমিশনারের ভোটার বাদের চক্রান্তে হুঙ্কার মমতার

গণতন্ত্রে মানুষ নিজের সরকার নির্বাচন করে। আর বিজেপির চক্রান্তে নির্বাচন কমিশনকে প্রয়োগ করে এবার বিজেপির স্বৈরাচারী সরকার ভোটার...