Thursday, December 4, 2025

মাত্র ৪৫ সেকেন্ডেই হুগলি নদী পার ! প্রস্তুতি শেষ পর্যায়ে

Date:

Share post:

কখনও ভেবেছেন মাত্র ৪৫ সেকেন্ডেই পার হয়ে যাবেন হুগলি নদী। বাস্তবে সেটাই হতে চলেছে।সব ঠিকঠাক থাকলে চলতি বছরের ডিসেম্বরেই ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের সুড়ঙ্গ দিয়ে নিমেষে পৌঁছে যাবেন গন্তব্যে।

মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই হাওড়া ময়দান ও এসপ্ল্যানেড স্টেশনের মধ্যে মেট্রো পরিষেবা চালু করা হবে। ২০২৩-এর ডিসেম্বরেই এই লাইন চালু করার বিষয়ে আশাবাদী মেট্রো কর্তৃপক্ষ। একইসঙ্গে হাওড়া ময়দানের সঙ্গে সেক্টর ফাইভের সংযোগের কাজও এগিয়ে নিয়ে যাওয়া হবে।নিমেষের মধ্যে গঙ্গার তলা দিয়ে ৫২০ মিটার পথ পার হয়ে যাবে মেট্রো রেল। এর জন্য খরচ হয়েছে প্রায় ১২০ কোটি টাকা।

বর্তমানে বউবাজারে প্রায় ৮০০ মিটার কাজ থমকে আছে।এর জন্য দেশ-বিদেশের অভিজ্ঞ প্রযুক্তিবিদ, ইঞ্জিনিয়ারদের সাহায্য নেওয়া হচ্ছে। সেই সমস্যা মিটে গেলেই ২০২৪ সালের মার্চ থেকেই হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ জুড়ে যাবে।গত বছরের ডিসেম্বরেই গঙ্গার নীচ দিয়ে সুড়ঙ্গ তৈরির কাজ শেষ হয়ে গিয়েছে। এখন শুধুমাত্র এসপ্ল্যানেড এবং শিয়ালদহের মধ্যের ২.৫ কিলোমিটার সম্পূর্ণ জুড়ে যাওয়ার অপেক্ষা।

কলকাতা মেট্রো রেল কর্পোরেশনের জেনারেল ম্যানেজার (সিভিল) শৈলেশ কুমার জানিয়েছেন, ‘পূর্ব-পশ্চিম করিডোরের ক্ষেত্রে এই টানেল অপরিহার্য এবং গুরুত্বপূর্ণ। এই রুটে লোকবসতি এবং অন্যান্য প্রযুক্তিগত সমস্যা ছিল। ফলে নদীর নীচ দিয়ে টানেল করে লাইন আনাটাই ছিল একমাত্র উপায়।’ ৫২০ মিটার লম্বা এই টানেলটি কলকাতার ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডোরের লাইফলাইন হতে চলেছে।

 

spot_img

Related articles

রাস্তা তৈরি থেকে অন্যান্য পরিষেবা কেমন চলছে? নজরদারিতে বিরাট সিদ্ধান্ত নবান্নের

রাজ্যে উন্নয়নের গতি কোনওভাবেই যেন থেমে না যায়, সদা তৎপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনের চাপিয়ে দেওয়া এসআইআর...

বৃহস্পতিবার লক্ষাধিক জমায়েত: দলনেত্রীর সম্প্রীতির বার্তা শুনতে অপেক্ষায় বহরমপুর

রাজ্যে এসআইআর পরিস্থিতি ও বিজেপির ক্রমাগত উস্কানির রাজনীতির মধ্যেই জেলা সফরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার...

আর জি কর মামলার তদন্ত শেষ, সমন পাঠানোর নির্দেশ আখতার আলিকে

আর জি কর হাসপাতালের মামলার তদন্ত শেষ হয়েছে বলে বুধবার আলিপুর বিশেষ সিবিআই আদালতকে জানাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা...

অ্যাপ দিয়ে ফোনে আড়ি পাতা! চাপের মুখে ‘সঞ্চার সাথি’ নিয়ে পিছু হঠল কেন্দ্র

পেগাসাস মামলা এখনও কেন্দ্রের বিজেপি সরকারের পিছু ছাড়েনি। আন্তর্জাতিক সংস্থাগুলির সঙ্গে যোগসাজশ করে ফোনে আড়ি পাতা বা ব্যক্তিগত...