Saturday, November 29, 2025

জেলেই থাকছেন নওশাদ, ১৩ মার্চ পর্যন্ত বাড়ল হেফাজতের মেয়াদ

Date:

Share post:

ফের জেল হেফাজতে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি(Naushad Siddiqui)। মঙ্গলবার বিধায়ককে ব্যাঙ্কশাল কোর্টে(Bankshal Court) তোলা হলে বিচারক আগামী ১৩ মার্চ পর্যন্ত তাঁকে জেল হেফাজতের(Jail Custody) নির্দেশ দেন। এদিনও আদালতে ঢোকার মুখে রাজ্যসরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন নওশাদ। তিনি বলেন, “ওরা ভাবছে পঞ্চায়েত ভোটের আগে আমাকে আটকে রেখে কিছু করতে পারবে। কিন্তু আইএসএফকে এভাবে আটকানো যাবে না। আন্দোলন জারি থাকবে।”

৩ দিনের জেল হেফাজতের মেয়াদ শেষের পর মঙ্গলবার ব্যাঙ্কশাল কোর্টে তোলা হয়েছিল নওশাদ সিদ্দিকিকে। সেখানেই নওশাদের হেফাজতের মেয়াদ বৃদ্ধির আবেদন জানানো হয় সরকার পক্ষের তরফে। যে আবেদন মঞ্জুর করে আদালত। এবং আগামী ১৩ মার্চ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। কাল অর্থাৎ বুধবার হাইকোর্টে জামিনের আর্জির শুনানি রয়েছে নওশাদের। নিউ মার্কেট ও হেয়ার স্ট্রিট থানার মামলাতেও জামিনের আবেদন করেননি নৌশাদ।

উল্লেখ্য, আইএসএফের প্রতিষ্ঠা দিবসে ধর্মতলায় দলীয় কর্মসূচিতে পুলিশের উপর হামলা এবং সরকারি সম্পত্তি ভাঙচুর-সহ একাধিক অভিযোগে আইএসএফ বিধায়ক-সহ উনিশ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। পুলিশের দাবি, অফিস চলাকালীন শহরের ব্যস্ততম এলাকায় অবস্থান তুলে নিতে বলা হয়। কিন্তু আইএসএফের কর্মীরা তা অগ্রাহ্য করেই অবস্থান চালিয়ে যান। পরে পুলিশ তাঁদের তুলতে গেলে হাতাহাতি শুরু হয়। দফায় দফায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন আইএসএফ কর্মীরা। পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠি চালায়, কাঁদানে গ্যাস ছোড়ে। এর ফলে প্রায় দেড় ঘণ্টা ধর্মতলায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

spot_img

Related articles

গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ড: নৈহাটিতে ভষ্মীভূত অন্তত সাতটি বাড়ি

ভয়াবহ আগুনে একের পরে এক বাড়িতে আগুন উত্তর চব্বিশ পরগণার নৈহাটিতে। প্রাথমিকভাবে স্থানীয়দের দাবি, গ্যাস সিলিন্ডার (gas cylinder)...

বহরমপুরে খুন তৃণমূল কর্মী: অভিযোগের তির কংগ্রেসের দিকে

রাতের অন্ধকারে দুষ্কৃতী তাণ্ডব মুর্শিদাবাদের বহরমপুরে। ছুরির আঘাতে প্রাণ গেল তৃণমূল কর্মীর। কংগ্রেস কর্মীদের সঙ্গে বচসার জেরে তৃণমূল...

সোমবার লোকায়ুক্ত নির্বাচনে বৈঠক নবান্নে: বিরোধী দলনেতাকে আমন্ত্রণে বিরূপ উত্তর!

রাজ্যের লোকায়ুক্ত নিয়োগের বৈঠক ডাকল রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে রাজ্যের লোকায়ুক্ত (Lokayukta) নির্ধারণ করে তাঁর নিয়োগ...

বিহুর রিসেপশনে নক্ষত্র সমাবেশ, বাইরে দাঁড়িয়ে ছেলের বিয়ের অতিথি আপ্যায়ন স্বয়ং খরাজের

জয়িতা মৌলিক পর্দায় তিনি যতই ডাকসাইটে করা ধাঁচের বাবা হোন না কেন বাস্তবে একেবারে উল্টো। নিজে গেটে দাঁড়িয়ে সারাক্ষণ...