Saturday, November 8, 2025

রাজ্য-রাজ্যপাল সংঘাতের মাঝেই বাজেট অধিবেশনের অনুমতি পুরোহিতের

Date:

Share post:

৩ মার্চ থেকেই শুরু হবে পাঞ্জাব বিধানসভার(Punjab Assembly) বাজেট অধিবেশন(Budget Session)। পাঞ্জাব সরকারের সলিসিটর জেনারেল তুষার মেহতা মঙ্গলবার সুপ্রিম কোর্টে এই তথ্য দিয়েছেন। সলিসিটর জেনারেল সুপ্রিম কোর্টকে(Supreme Court) জানিয়েছেন রাজ্যপাল(Govornor) ৩ মার্চ সকাল ১০ টায় বিধানসভায় বাজেট অধিবেশন শুরু করার অনুমতি দিয়েছেন।

বিগত কয়েকদিন ধরে পাঞ্জাবে সরকার ও রাজ্যপাল সঙ্কট চরম আকার নিয়েছে। পাঞ্জাবের আপ সরকারের তরফে অভিযোগ তোলা হয়েছে, সরকারের কাজে অন্যায়ভাবে হস্তক্ষেপ করছেন রাজ্যপাল বনওয়ারি লাল পুরোহিত। সংবিধান মানছেন না তিনি। এমনকি ৩ মার্চ বাজেট অধিবেশন শুরুর অনুমতি চাওয়া হলে সে অনুমতি দেননি রাজ্যপাল। এই ইস্যুতে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল পাঞ্জাব সরকার। মঙ্গলবার এই মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট জানায়, রাজ্যপাল যে তথ্য চেয়েছেন তা দিতে পাঞ্জাব সরকার বাধ্য। পাঞ্জাব সরকার এবং রাজ্যপালের মধ্যে দ্বন্দ্বের বিষয়ে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, সাংবিধানিক প্রধান ও প্রশাসনিক প্রধানকে একটি নির্দিষ্ট স্তরে যোগাযোগ বজায় রাখতে হবে। এছাড়াও, বিধানসভা অধিবেশন ডাকার বিষয়ে মন্ত্রিসভার সুপারিশগুলি গ্রহণ করা রাজ্যপালের কর্তব্য।

প্রসঙ্গত, পাঞ্জাব সরকারের মন্ত্রিসভা ৩ মার্চ থেকে বিধানসভার বাজেট অধিবেশন ডাকার জন্য রাজ্যপালের অনুমতি চেয়ে একটি প্রস্তাব পাস করে। রাজ্যপাল বনওয়ারিলাল পুরোহিত এখনই এই বাজেট অধিবেশন ডাকতে রাজি হননি। এছাড়াও মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে একটি চিঠিও লেখেন তিনি। যেখানে তিনি লেখেন, মুখ্যমন্ত্রীর টুইট এবং বিবৃতি অত্যন্ত অবমাননাকর এবং অসাংবিধানিক। এই টুইটের বিষয়ে তিনি আইনি পরামর্শ নিচ্ছেন। তারপর বাজেট অধিবেশন ডাকার কথা বিবেচনা করব। এই ইস্যুতেই শীর্ষ আদালতের দ্বারস্থ হয় পাঞ্জাব সরকার। পিটিশনে বলা হয়, সরকার প্রদত্ত সহায়তা এবং পরামর্শ অনুসারে রাজ্যপালকে বিধানসভা আহ্বান করতে হবে। তবে রাজ্যপাল তা করছেন না। তিনি সংবিধান বিরোধী কাজ করছেন। এবং সরকারের সব কাজে বাধা সৃষ্টি করছেন। মঙ্গলবার এই মামলার শুনানিতে পাঞ্জাব সরকারের সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, রাজ্যপাল ৩ মার্চ সকাল ১০ টায় বিধানসভায় বাজেট অধিবেশন শুরু করার অনুমতি দিয়েছেন।

উল্লেখ্য, পাঞ্জাবে রাজ্য ও রাজ্যপাল সংঘাতের সূত্রপাত গত ১৩ ফেব্রুয়ারি, সিঙ্গাপুরে প্রশিক্ষণের জন্য পাঠানো অধ্যক্ষদের নির্বাচন প্রক্রিয়া এবং ব্যয় সহ আরও চারটি বিষয়ে তথ্য চেয়ে মুখ্যমন্ত্রীকে একটি চিঠি লিখেছিলেন রাজ্যপাল। এর প্রতিক্রিয়ায়, মুখ্যমন্ত্রী ১৩ ফেব্রুয়ারি নিজেই টুইট করে রাজ্যপালের নিয়োগ নিয়ে প্রশ্ন তোলেন এবং স্পষ্ট করে জানিয়ে দেন, রাজ্যপাল যে বিষয়গুলি উত্থাপিত করেছেন তা সম্পূর্ণ রাজ্যের নিজস্ব বিষয়। মুখ্যমন্ত্রী আরও লেখেন, তাঁর সরকার ৩ কোটি পাঞ্জাবিদের কাছে দায়বদ্ধ, কেন্দ্রীয় সরকার দ্বারা নিযুক্ত কোনও রাজ্যপালের কাছে নয়।

spot_img

Related articles

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

ফলপ্রকাশ SSC একাদশ-দ্বাদশের: ডিসেম্বরের মধ্যে নিয়োগ বাস্তবায়নের পদক্ষেপ, দাবি ব্রাত্যর

বাংলায় কর্মসংস্থানে সদা সচেষ্ট প্রশাসন ও প্রশাসনের সব দফতর। ফের একবার তার প্রমাণ মিলল নির্দিষ্ট সময়ের মধ্যেই এসএসসি-র...