Sunday, January 11, 2026

ওয়ারেন্ট জারির পরেও গরহাজির! ‘কেষ্ট নামে’ বেজায় বিরক্ত রাউস অ্যাভিনিউ কোর্ট

Date:

Share post:

দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে মুখ পুড়ল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate)। গরু পাচার মামলায় (Cow Smuggling) এখনও কেন অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) আদালতে পেশ করা হল না তা নিয়েই কোর্টের প্রশ্নের মুখে পড়তে হয়েছে ইডি আধিকারিকদের। জানা গিয়েছে, আগামী সাতদিনের মধ্যেই এই বিষয়ে হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। ২৯ মার্চ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। এদিকে, দিল্লি হাই কোর্টে (Delhi High Court) অনুব্রত মণ্ডলের ‘প্রোডাকশন ওয়ারেন্ট’ (Production warrant) চ্যালেঞ্জ মামলার শুনানি হতে পারে আগামী ১৭ মার্চ। আর এরপরই প্রশ্ন উঠতে শুরু করেছে তবে কী কেষ্টর দিল্লি যাত্রার দিন আসন্ন?

বুধবারই গরুপাচার মামলার শুনানি ছিল। আর এদিন শুনানি চলাকালীন, বাকিদের বিচারবিভাগীয় হেফাজত থেকে পেশ করা হয়। তার মেয়াদ এদিন বাড়ানোও হয়েছে। সেখানেই এদিন অনুব্রতর গরহাজিরা নিয়ে প্রশ্ন তোলে রাউস অ্যাভিনিউ কোর্ট (Rouse Avenue Court)। গত বছরের ১৯ ডিসেম্বর ওয়ারেন্ট জারি করার পরও কেন এখনও পর্যন্ত অনুব্রতকে পেশ করা হল না আদালতে, তা জানতে চায় আদালত। কেন আদালতের নির্দেশ কার্যকর করা হল না, উঠে আসে এমনই একাধিক প্রশ্ন। উল্লেখ্য, গরু পাচার মামলায় তদন্তের স্বার্থে বীরভূমের জেলা সভাপতি অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিল ইডি। সেই মর্মে দায়ের হয় মামলাও। তবে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের দাবি, তাঁকে দিল্লি নিয়ে গিয়ে দেহরক্ষী সায়গল হোসেনের মুখোমুখি বসিয়ে জেরা করলে অনেক অজানা তথ্যই বেরিয়ে আসবে। দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট অনুব্রতকে দিল্লি নিয়ে আসার অনুমতি দিয়েছিল। যার পাল্টা আবেদন করে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন কেষ্ট।

তবে বুধবার দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট সাফ জানায় হাই কোর্ট তো এই বিষয়ের উপর কোনও স্থগিতাদেশ দেয়নি। তাহলে কেন অনুব্রতকে কোর্টে পেশ করা হচ্ছে না?

 

 

spot_img

Related articles

চাকরির টোপ দিয়ে পাচার, মায়ানমারে উদ্ধার ২৭ ভারতীয়

বেশ কয়েক সপ্তাহ ধরেই চলছিল উৎকণ্ঠা। অবশেষে সেই টানটান উত্তেজনার অবসান। মায়ানমারের(Myanmar) দুর্গম এলাকায় পাচার হয়ে যাওয়া ২৭...

অশ্লীল কনটেন্ট বরদাস্ত নয়, কেন্দ্রের চিঠির পরই পদক্ষেপ এক্সের

ভারতীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রকের (Ministry of Electronics and Information Technology) কড়া চিঠির পর আসবে অশ্লীল কনটেন্ট ছড়ানোর অভিযোগে এখনও...

চমক! এগিয়ে গেল ‘মর্দানি ৩’-এর মুক্তির দিন

রানি মুখার্জির কেরিয়ারের অন্যতম নজরকাড়া সিনেমা ‘মর্দানি’ সিরিজ। একেবারে অন্যরূপে দেখা পাওয়া গিয়েছে তাঁকে। এবার প্রকাশ্যে ‘মর্দানি ৩’-এর(Mardaani...

নিম্নচাপের মেঘে পথ হারালো শীত, একধাক্কায় ১৫ ডিগ্রির ঘরে কলকাতার তাপমাত্রা!

রবিবাসরীয় সকালে কনকনে শীতের (Winter ) ভাব উধাও। একদিনে প্রায় সাড়ে তিন ডিগ্রি পারদ বেড়ে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা...