Friday, August 22, 2025

ভিনদেশীদের হাতে হারানিধি ফিরিয়ে ‘হিরো’ হাওড়া ব্রিজের ট্র্যাফিক গার্ডের OC

Date:

Share post:

তাঁরা অতিথি। এসেছেন নেপাল থেকে। আর কলকাতা শহরে পা দিয়েই বিপত্তি। হারিয়ে গিয়েছিল সাধের দামী I Phone। ভিনদেশীদের হাতে দ্রুত হারানিধি ফিরিয়ে দিয়ে ‘হিরো’ হাওড়া ব্রিজের ট্র্যাফিক গার্ডের OC সৌভিক চক্রবর্তী (Souvik Charaborty)।

বুধবার, দেড়টা নাগাদ সৌভিক যখন এমজিআরডি-তে টহল দিচ্ছিলেন তখন তিনি লক্ষ্য করেন এক ব্যাক্তি উদ্ভ্রান্তের মতো হাঁটাহাঁটি করছেন। তাঁকে জিজ্ঞাসা করে হাওড়া ব্রিজের ট্র্যাফিক গার্ডের ওসি জানাতে পারেন ওই ব্যক্তির নাম কুশল শর্মা। তিনি এদিন সকালেই নেপাল থেকে সপরিবারে কলকাতায় এসেছেন। তাঁরা হাওড়া ফুলবাজারে বেড়াতে গিয়েছিলেন। কিন্তু ট্যাক্সি থেকে নামার পরে কুশল লক্ষ্য করেন, যে ভুলে তাঁর আই ফোনটি ট্যাক্সির ভিতরেই ফেলে রেখেছেন। তার সমস্ত মূল্যবান নথির পাশাপাশি তাঁর কলকাতার সব যোগাযোগ ও স্থানীয় ঠিকানা-সহ গুরুত্বপূর্ণ বিবরণ ফোনে সংরক্ষিত ছিল। ফলে ফোনটি হারানোয় তিনি দিশেহারা হয়ে পড়েন।

সৌভিক জিজ্ঞাসা করায় কুশল জানান, তিনি শুধুমাত্র ট্যাক্সির শেষ ৪টি সংখ্যা এবং ড্রাইভারের বর্ণনা মনে করতে পারছেন। সৌভিক চক্রবর্তী এবং সার্জেন্ট বিদ্যুৎ বিশ্বাস ট্যাক্সিটি খুঁজে বের করতে সম্ভাব্য সব জায়গায় যোগাযোগ করেন। বেশ কিছুক্ষণ পরে ট্যাক্সির চালকের সন্ধান পাওয়া যায়। টেলিফোন ভবনের কাছে ছিলেন। গাড়ি নিয়ে তিনি ঘটনাস্থলে ফেরেন। সেই গাড়ির পিছনের সিটের নীচ থেকে ফোনটি মেলে। এত কম সময়ে হারানিধি ফিরে পেয়ে অভিভূত কুশল শর্মা এবং তার স্ত্রী। সৌভিককে অন্তর থেকে ধন্যবাদ জানান তাঁরা। জানান, কলকাতা তাঁদের হৃদয়ে আনন্দের শহর হিসেবে থেকে যাবে।

আরও পড়ুন- ২ ঘণ্টার চেষ্টায় অবশেষে নিয়ন্ত্রণে নাগেরবাজারের বহুতলের আ*গুন  

 

 

spot_img

Related articles

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...