আইনজীবী তথা তরুণ কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীর বাড়িতে কাকভোরে কলকাতা পুলিশ। জানা গিয়েছে, কংগ্রেস নেতার ব্যারাকপুরের বাড়িতে যায় বড়তলা থানার পুলিশ। প্রাথমিক প্রতিক্রিয়ায় কৌস্তভ বাগচী সংবাদ মাধ্যমকে বলেন, “হয়রানি করা হচ্ছে, আটক করা হয়েছে”। আবার সোশ্যাল মিডিয়াতে তিনি লিখছেন, “অবশেষে গ্রেফতার হলাম”।

আরও পড়ুন:কংগ্রেস ছাড়ছেন কৌস্তভ বাগচি?রইল বিস্তারিত

জানা গিয়েছে, ব্যারাকপুরে ওল্ড ক্যালকাটা রোডের যে বাড়িতে পুলিশ গিয়েছে, সেখানেই আছেন কৌস্তভ। কৌস্তভের স্ত্রী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, পুলিশ এখনও ৪১-এ ধারার নোটিশ দেখাতে পারছে না। ফলে গ্রেফতার করতে পারেনি। ফলে আইনজীবী কংগ্রেস নেতার গ্রেফতারি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

এদিকে, কৌস্তভের বাড়িতে পুলিশ গিয়েছে শুনে তাঁর পরিচিত, শুভানুধ্যায়ীদের, বন্ধুরা ব্যারাকপুরের বাড়িতে পৌঁছে গিয়েছেন। বেশকিছু স্থানীয় সিপিএম-কংগ্রেস নেতা-কর্মীও বাড়ির সামনে ভিড় জমিয়েছেন।
