ইন্দোরের পিচকে খারাপ অ্যাখ্যা দিয়েছে আইসিসি। ইন্দোরের পিচ প্রথম দিন থেকেই স্পিনাররা সাহায্য পাচ্ছিলেন বলে মনে করেন ম্যাচ রেফারি ক্রিস ব্রড। আর যার ফলে আইসিসি ইন্দোরে পিচকে খারাপ বলে জানায় । পাশাপাশি তিনটি ডিমেরিট পয়েন্ট দেয়। আর এবার আইসিসির এই সিদ্ধান্তকে একহাত নিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কর। বললেন, অস্ট্রেলিয়ার মাটিতে যখন আড়াই দিনে খেলা শেষ হয়ে যায়, তখন কেন কোন কিছু বলেনা আইসিসি।

এই নিয়ে এদিন গাভাস্কর বলেন,” আমি একটাই জিনিস জানতে চাইব, নভেম্বরে ব্রিসবেনের গাব্বায় একটা টেস্ট দু’দিনে শেষ হয়ে গিয়েছিল। সেই পিচকে আইসিসি ক’টা ডিমেরিট পয়েন্ট দিয়েছে এবং সেখানে ম্যাচ রেফারি কে ছিলেন?”
ইন্দোরে তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ৯ উইকেটে হারে ভারতীয় দল। ভারতের পরের টেস্ট আমেহদাবাদে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেটাই এই সিরিজের শেষ টেস্ট। এই টেস্ট জিততেই হবে রোহিত শর্মাদের। তাহলেই বিশ্বটেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছাবে টিম ইন্ডিয়া।

