বাস্তব হলেও তাঁদের জীবনেটা অনেকটা চিত্রনাট্যের মত।পর্দায় দর্শকরা এরকম গল্প আগে দেখলেও বাস্তবে কাপূর পরিবারের ববিতা কাপূর ও রণধীর কাপূরের জীবনটা অনেকটা সিনেমার মতোই।
আরও পড়ুন:Entertainment : বসন্তে ‘সাদা কালা’ ছন্দে চঞ্চল নচি !
সত্তর দশকের সফল অভিনেতা রণধীর। ববিতাও বেশ কিছু সিনেমায় অভিনয় করেছিলেন সে কালে। তবে বর্তমানে তাঁদের আরও একটি পরিচয় আছে। তাঁরা হলেন করিশ্মা কপূর এবং করিনা কপূর খানের বাবা-মা।বিয়ে হলেও ১৭ বছর সংসার করার পর আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা। কিন্তু কখনও তাঁদের আইনি বিচ্ছেদ হয়নি।তবে এক ছাদের তলায় একসঙ্গে থাকেননি।
আশির দশকের শেষ দিকে আরকে বাংলো থেকে বেরিয়ে আসেন ববিতা। তাঁরা আলাদা থাকলেও কপূর পরিবারের সব রকমের দায়িত্ব এবং কর্তব্য এত দিন পালন করে এসেছেন ববিতা। করিশ্মা এবং করিনাকেও একা হাতে মানুষ করেন ববিতা। তাঁরা এখন দু’জনেই বলিপাড়ার সফল অভিনেত্রী। করিনা দুই ছেলেকে নিয়ে সুখে সংসার করছেন। করিশ্মার দুই ছেলেমেয়ে বড় হয়ে গিয়েছে।
তবে, ৩৫ বছর আলাদা থাকার পর ফের এক ছাদের তলায় নতুন সংসার পাতার সিদ্ধান্ত নিয়েছেন ববিতা এবং রণধীর।যদিও এখন থেকে বলিপাড়ায় কানাঘুষো শোনা যাচ্ছে গত সাতমাস ধরেই একসঙ্গে রয়েছেন তাঁরা।
