চতুর্থ টেস্টের আগে মধ্যপ্রদেশের মহাকাল উজ্জয়ীনি মন্দিরে পুজো দিলেন বিরাট-অনুষ্কা

শয়ে শয়ে ভক্তদের সঙ্গে মেঝেয় বসেই প্রার্থনা করলেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ছবি। যা মন কেড়েছে নেটিজেনদের।

৯ মার্চ আহমেদাবাদে বর্ডার-গাবাস্কর ট্রফির চতুর্থ এবং শেষ টেস্ট ম‍্যাচ খেলতে নামছে ভারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এটাই শেষ টেস্ট ম‍্যাচ। এই ম‍্যাচে জিতলেই বিশ্বটেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট পাকা করবে ভারতীয় দল। সেই ম‍্যাচ খেলতে নামার আগে স্ত্রী অনুষ্কা শর্মাকে নিয়ে মধ্যপ্রদেশের মহাকাল উজ্জয়ীনি মন্দিরে পুজো দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ছবি।

সম্প্রতিকালে বিভিন্ন ধর্মস্থানে দেখা যায় সস্ত্রীক বিরাট কোহলিকে। শ্রীলঙ্কা সিরিজের আগের নিম করোলি বাবার আশ্রমে গিয়েছিলেন সস্ত্রীক বিরাট কোহলি। অস্ট্রেলিয়া সিরিজের আগে ঋষিকেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গুরু দয়ানন্দ গিরির আশ্রমে হাজির হয়েছিলেন বিরুষ্কা। আর এবার সেই সিরিজের চতুর্থ টেস্টের আগে মধ‍্যপ্রদেশের মহাকাল উজ্জয়ীনির মন্দিরে সস্ত্রীক পুজো দিলেন বিরাট। শয়ে শয়ে ভক্তদের সঙ্গে মেঝেয় বসেই প্রার্থনা করলেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ছবি। যা মন কেড়েছে নেটিজেনদের।

বর্ডার-গাভাস্কর তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে  ৯ উইকেটে হারে ভারতীয় দল। এই ম‍্যাচে প্রশ্ন উঠেছে ভারতীয় দলের ব‍্যাটিং নিয়ে। এই ম‍্যাচে হারের কারণে বিশ্বটেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়া আটকে গিয়েছে টিম ইন্ডিয়ার।বিশ্বটেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছাতে গেলে চতুর্থ টেস্ট জিততেই হবে রোহিত শর্মাদের। তাই চতুর্থ ম‍্যাচে জিততে মরিয়া রাহুল দ্রাবিড়ের দল।

আরও পড়ুন:‘আমার দীর্ঘ কেরিয়ারে এরকম কখনও দেখিনি’, কেরালা দল তুলে নেওয়ায় মন্তব্য সুনীলের

 

Previous articleনজরে পড়ুয়াদের ‘স্বাস্থ্য’! মিড ডে মিল প্রকল্পে বড় পদক্ষেপ রাজ্যের
Next article৩৫ বছর পর ফের একছাদের তলায় নতুন সংসার পাতছেন ববিতা-রণধীর কাপূর