পুরাতনী গয়নার সম্ভারে সুমিত শ্রীমল জুয়েলার্স এর ভিনটেজ কালেকশন

পুরাতনী গয়নার সম্ভারে সুমিত শ্রীমল জুয়েলার্স এর ভিনটেজ কালেকশনের বিশেষ প্রদর্শনী হল শহরের এক পাঁচতারা হোটেলে। নউভিয়াও প্ল্যাটফর্মের ব্যানারে বিশেষ প্রদর্শনীতে সুমিত শ্রীমল জানালেন, ১৯০২ সালে প্রতিষ্ঠিত এই প্রতিস্ষ্ঠানের এই বিশেষ প্রদর্শনীর উদ্দেশ্য পুরাতনী এবং হারিয়ে যাওয়া গয়না মানুষের কাছে তুলে ধরা।

এই বিশেষ প্রদর্শনীতে মডেল মাধবীলতা মিত্র , মিস বেঙ্গল সুস্মিতা রায় এবং তামোরি চৌধূরী সহ অন্যান্যরা উপস্থিত হয়ে বাড়তি মাত্রা যোগ করেন।
মডেলদের ভিনটেজ গয়না সহ উপস্থিত করান টেক্সভো ইন্ডিয়ার মৌসুমী নায়ক। যারা যোগাযোগ করতে চান, আজই হোয়াটস অ্যাপ করুন ৯৯২০০৩৪৭৬৯ এই নম্বরে।
অলংকারের বিশেষ সম্ভার নিয়ে আরো অনেক কালেকশন পাবেন সুমিত শ্রীমলে।