Wednesday, January 14, 2026

“দিদির কবচে সুরক্ষিত মেয়েদের জীবন বসন্ত”, নারী দিবসে নয়া কর্মসূচি তৃণমূলের

Date:

Share post:

বর্তমানে দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর আমলে রাজ্যের নারী সুরক্ষা, নারী ক্ষমতায়ন, নারী উন্নয়নে ভুরি ভুরি পদক্ষেপ করেছে পশ্চিমবঙ্গ সরকার। ফের সেই বিষয়টিকে জনমানসে বিশেষ করে মহিলাদের কাছে তুলে ধরতে তৎপর তৃণমূল কংগ্রেস

আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। এই দিনটিকে সাংগঠনিক কাজে লাগাতে বিশেষ পদক্ষেপ নিল রাজ্যের শাসক দল তৃণমূল। মহিলা ভোটারদের সঙ্গে নিবিড় জনসংযোগ তৈরি করে নারী দিবসের দিনটিকেই বেছে নিল ঘাসফুল শিবির। ৮ মার্চ বাড়ি-বাড়ি পৌঁছে যাবে তৃণমূলের মহিলা প্রতিনিধিরা। বসন্ত ও দোল উৎসবকে কেন্দ্র করে
আবিরের সঙ্গে তাঁরা বাংলার মহিলাদের কাছে পৌঁছে দেবেন শুভেচ্ছাবার্তাও।

বাংলার বুকে সাংগঠনিকভাবে বিশাল শক্তিশালী তৃণমূল। বছর ভর কোনও না কোনও কর্মসূচি নিয়ে থাকে শাসক দল।চমকও থাকে সেই কর্মসূচির মধ্যে। যথার্থ অর্থেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দল মা-মাটি-মানুষের। বর্তমানে তৃণমূলের নতুন কর্মসূচি “দিদির সুরক্ষা কবচ” চলছে রাজ্যজুড়ে। তারই অংশ হিসেবে মহিলাদের কাছে বিশেষ বার্তা পাঠাবে তৃণমূল।

এ প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, ৩৬টি সাংগাঠনিক জেলার কমপক্ষে ১০ হাজার বাড়িতে পৌঁছে যাবে তৃণমূলের মহিলা প্রতিনিধিরা। এ রাজ্যের মহিলারা কতটা সুরক্ষিত, মূলত সেটাই তুলে ধরবেন তাঁরা। হোলির দিন আবির-সহ শুভেচ্ছাবার্তা দেওয়া হবে তৃণমূলের তরফে। শুভেচ্ছা বার্তায় লেখা হচ্ছে, “হোক আনন্দ অনন্ত, দিদির কবচে সুরক্ষিত মেয়েদের জীবন বসন্ত।” এর পাশাপাশি ধর্মতলার অনুষ্ঠানও করবে রাজ্যের শাসকদল।

 

 

spot_img

Related articles

ছক ভেঙে আজ উন্নয়নের পাঁচালি নিয়ে রঞ্জিত মল্লিকের বাড়িতে অভিষেক

ছক ভেঙে একেবারে অন্যরকম ভূমিকায় অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শুধু নেতা-কর্মীদের নির্দেশ দেওয়াতেই শেষ নয়, এবার নিজেও নামছেন...

হাই কোর্টে নিয়ন্ত্রণ শুনানি পর্ব: বুধে ইডি-আইপ্যাক মামলার আগে জারি নির্দেশিকা

একদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। অন্যদিকে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। দুপক্ষের দায়ের করা মামলা কলকাতা হাই কোর্ট (Calcutta...

চন্দ্রকোণায় প্রতিবাদ মিছিল শুভেন্দুর: কাল্পনিক, ভিত্তিহীন অভিযোগ, দাবি তৃণমূলের

আরও একবার বিরোধী দলনেতা নিজের উপর হামলার ঘটনা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় করার চেষ্টায়। নির্বাচনের আগে কোনও ইস্যু...

আক্রান্ত উত্তর ২৪ পরগনায় দুই নার্স! নিপা মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি রাজ্য স্বাস্থ্য দফতরের

রাজ্যে ফের নিপা ভাইরাসের আতঙ্ক। উত্তর ২৪ পরগনার বারাসতের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত দুই নার্সের শরীরে নিপা ভাইরাসের...