Wednesday, January 14, 2026

দোলের আগে রাজ্যে চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর: কোন কোন পদে দ্রুত নিয়োগের সিদ্ধান্ত!

Date:

Share post:

নিয়োগ নিয়ে নানা দোলাচলের মধ্যেই দোল উৎসবের আগে রাজ্যের (State) চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর। সোমবার, রাজ্য সরকারের বিভিন্ন দফতরে প্রায় তিনহাজার শূন্য পদে কর্মী নিয়োগের অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। বিধানসভা ভবনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) পৌরহিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই নতুন কর্মী নিয়োগের সিদ্ধান্ত গৃহীত হয়। শীঘ্রই নিয়োগ প্রক্রিয়া চালু হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।

এদিন মন্ত্রিসভার বৈঠকে যে ৩ হাজার পদে অনুমোদন মিলেছে।

• রাজ্যের সরকারি মাদ্রাসাগুলিতে ১,৭৩৯জন সহ শিক্ষকের পদ।

• গ্রামীণ গ্রন্থাগারে ৭২৯ জন গ্রন্থগারিক নিয়োগের বিষয়টি।

• রাজ্যের কৃষি দফতরে ১২২টি নতুন পদ সৃষ্টির ছাড়পত্র দিয়েছে রাজ্যের মন্ত্রিসভা।

এর পাশাপাশি কলিম্পিংয়ের আলগারায় দুটি একলব্য মডেল আবাসিক স্কুল (School) তৈরি করা হবে। তার জন্য শিক্ষক-অশিক্ষক মিলিয়ে ৭৪টি নতুন পদ সৃষ্টি করা হবে। সেই ছাড়পত্রও মিলেছে এদিনের বৈঠকে। আবার সমবায় দফতর কালিম্পং এবং ঝাড়গ্রাম জেলায় ৪৪টি বিভিন্ন পদে নিয়োগের অনুমোদন চেয়েছিল। সেই অনুমোদনও দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। ঝাড়গ্রাম মাওবাদী হামলায় নিহতদের পরিবারের ২২ জনকে এবং কোচবিহারে ২জন আত্মসমর্পণকারী KLO জঙ্গিকে রাজ্য পুলিশের হোমগার্ডের চাকরি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়াও রাজ্য সরকার বিভিন্ন গ্রন্থাগারে দ্রুততার সাথে মসৃণ ভাবে গ্রন্থাগারিক নিয়োগের জন্য একটি কমিটি তৈরি করেছে। গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী বিধানসভায় এক সাংবাদিক বৈঠকে বলেন এজন্যে সাত জনের একটি কমিটি তৈরি করা হয়েছে। পাশাপাশি নিয়োগের কাজকে মসৃণ ভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সব জেলাশাসক এবং অতিরিক্ত জেলা শাসকদের যুক্ত করা হবে বলে তিনি জানান। উল্লেখ্য আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে রাজ্যের বিভিন্ন সরকারি এবং সরকারি সাহায্য প্রাপ্ত গ্রন্থাগার গুলিতে ৭৩৮ টি শূন্য পদে গ্রন্থাগারিক নিয়োগ করা হবে বলে একটি প্রস্তাব গৃহীত হয়েছে।

 

 

spot_img

Related articles

হাই কোর্টে নিয়ন্ত্রণ শুনানি পর্ব: বুধে ইডি-আইপ্যাক মামলার আগে জারি নির্দেশিকা

একদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। অন্যদিকে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। দুপক্ষের দায়ের করা মামলা কলকাতা হাই কোর্ট (Calcutta...

চন্দ্রকোণায় প্রতিবাদ মিছিল শুভেন্দুর: কাল্পনিক, ভিত্তিহীন অভিযোগ, দাবি তৃণমূলের

আরও একবার বিরোধী দলনেতা নিজের উপর হামলার ঘটনা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় করার চেষ্টায়। নির্বাচনের আগে কোনও ইস্যু...

আক্রান্ত উত্তর ২৪ পরগনায় দুই নার্স! নিপা মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি রাজ্য স্বাস্থ্য দফতরের

রাজ্যে ফের নিপা ভাইরাসের আতঙ্ক। উত্তর ২৪ পরগনার বারাসতের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত দুই নার্সের শরীরে নিপা ভাইরাসের...

রাজনীতির রঙ ভুলে শেষ শ্রদ্ধা সমীর পুততুণ্ডকে: দেহ দান এসএসকেএমে

বাংলার রাজনীতি যে সবসময় সৌজন্য শেখায় তা আবার এক মৃত্যুর মধ্যে দিয়ে স্পষ্ট হয়ে গেল। মঙ্গলবার প্রয়াত পিডিএস...