তিহার জেলে সিসোদিয়ার সঙ্গী ভগবত গীতা !

এদিন আর সিসোদিয়াকে নিজেদের হেফাজতে চায়নি সিবিআই।

তিহার জেলে পাঠানো হল মদ কেলেঙ্কারিতে অভিযুক্ত দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে। সোমবার আদালতের নির্দেশের পরই তাঁর জায়গা হয় এক নম্বর তিহার জেল। আগামী ২০ মার্চ পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে থাকবেন তিনি।

আজ, ৬ মার্চ সিসোদিয়ার সিবিআই হেফাজতের মেয়াদ শেষ হয়েছিল। তারপরই তাঁকে দিল্লির বিশেষ আদালতে পেশ করা হয়। তবে এদিন আর সিসোদিয়াকে নিজেদের হেফাজতে চায়নি সিবিআই। সেই কারণেই বিচারক এমকে নাগপাল আপ নেতাকে বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দেন।

জেলে নিয়ে যাওয়ার আগে মেডিক্যাল পরীক্ষা হয় সিসোদিয়ার। চিকিৎসকদের দেওয়া ওষুধ জেলে নিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে আদালত। এছাড়াও চশমা, ডায়েরি, পেন ও ভগবত গীতা সঙ্গে রাখার অনুমতি পেয়েছেন তিনি।তাঁর জামিনের আবেদন শোনা হবে আগামী ১০ মার্চ, শুক্রবার।

যদিও মণীশ সিসোদিয়ার গ্রেফতারি ইস্যুতে আজ শিলিগুড়িতে সরব হল আম আদমি পার্টি।

 

Previous articleএকাই লড়ে যাবে তৃণমূল: কংগ্রেস ও সিপিএমকে বিজেপির A ও B টিম বলে কটাক্ষ মমতার
Next articleদোলের আগে রাজ্যে চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর: কোন কোন পদে দ্রুত নিয়োগের সিদ্ধান্ত!