Saturday, January 10, 2026

মহারাজের অধঃপতন ! সৌরভের কাণ্ডে ধিক্কার অনুরাগীদের

Date:

Share post:

লর্ডসের বুকে জামা উড়িয়ে দাদাগিরি (Dadagiri) দেখিয়েছিলেন মহারাজ। গ্রেগ চ্যাপলের রাজনীতির মোকাবেলা করে স্বমহিমায় মাঠে ফিরেছিলেন দাদা (Saurav Ganguly)। ২২ গজে বিপক্ষকে শাসন করে দেশের সেরা নায়ক হয়েছিলেন বেহালার ছেলেটা। কিন্তু এ কী হাল হল ভারতের প্রাক্তন অধিনায়কের (Ex Indian Cricket Captain)। ডোনার (Dona Ganguly) সঙ্গে দাম্পত্যে কি চিড় ধরেছে? আচমকা ‘মোনা’র সঙ্গে এত খোলামেলা হলুদ কি করে সৌরভ গঙ্গোপাধ্যায় (Saurav Ganguly) ? নতুন বিজ্ঞাপনে (Advertisement) নয়া অবতারের সৌরভকে মেনে নিতে পারছেন না তাঁর অনুরাগীরা। টাকার জন্য অধঃপতন, বলছেন নেট নাগরিকরা।

ভারতীয় ক্রিকেটের (Indian Cricket) উজ্জ্বল নক্ষত্র সৌরভ গঙ্গোপাধ্যায়। বাংলার ছেলেটা নিজের ট্যালেন্ট এবং লড়াইয়ের জোরে ভারতের অন্যতম সফল ব্যাটসম্যান, ক্যাপ্টেন এমনকি প্রাক্তন বিসিসিআই সভাপতি পদে নিজের জাত চিনিয়েছেন। খেলা থেকে অবসর নেওয়ার পর তাঁকে নানা রূপে দেখেছেন তাঁর ফ্যানেরা। বহু বছর ধরে ‘দাদাগিরি’র সঞ্চালনা একা হাতে সামলাচ্ছেন তিনি। পাকা সঞ্চালক হয়ে উঠেছেন সৌরভ। তবে এবার যেন পুরোপুরিভাবেই বিনো জগতের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলছেন সৌরভ, এমন অভিযোগ বাংলা ও বাঙালির। একের পর এক বিজ্ঞাপনে দেখা মিলছে সৌরভের। কখনো পায়ের জুতো, কখনো টিএমটি বার, কখনো ভোজ্য তেল, কখনো সয়াবিন। হিন্দি হোক বা বাংলা , দাদার মুখে ‘না’ নেই কিছুতেই। কিন্তু টাকার জন্য মোনা ডার্লিং এর সঙ্গে করা বিজ্ঞাপন ঘিরে রীতিমতো সমালোচনার ঝড় উঠেছে। অনেকেই প্রশ্ন করছেন নিজের ইমেজ ভেঙে যেভাবে সবার সামনে উপস্থিত হচ্ছেন সৌরভ তাতে আগামীতে বাঙালির মনে গড়ে ওঠা সম্মানটুকু অচিরেই হারিয়ে ফেলবেন না তো দাদা? কেউ কেউ বলছেন টাকার জন্য এত নিচে নামতে পারবেন সৌরভ গঙ্গোপাধ্যায় এটা কল্পনাও করা যায়নি। যদিও মহারাজ বা তাঁর পরিবারের তরফ থেকে এই নিয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

 

spot_img

Related articles

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

১০ জানুয়ারি (শনিবার), ২০২৬ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...

App-এর ভুলে ১কোটি ৩৬ লক্ষের নাম ‘বাদ’! অভিযোগে AERO পদে অব্যহতির আবেদন

যে পদ্ধতিতে ১ কোটি ৩৬ লক্ষ বাংলার মানুষকে লজিকাল ডিসক্রিপেন্সির আওতায় আনা হয়েছে সেই পদ্ধতি নিয়েই প্রশ্ন তুলে...

গেরুয়া ফতেয়া, রামমন্দিরের ১৫ কিলোমিটারের মধ্যে আমিষ ডেলিভারি নিষিদ্ধ বিজেপি সরকারের

আমজনতার খাদ্যাভ্যাসে গেরুয়া কোপ, এবার অযোধ্যার রামমন্দির (Ram Mandir) এলাকার চারপাশে শুধু আমিষ খাবারের উপর নিষেধাজ্ঞা জারি করাই...

শীতের রাতে রাস্তায় ক্রীড়াবিদরা, যোগী রাজ্যে বক্সিং চ্যাম্পিয়নশিপে চূড়ান্ত অব্যবস্থা

নজিরবিহীন অব্যবস্থা জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপে ( National Boxing Championships)। যোগী রাজ্য উত্তরপ্রদেশের(UP) গ্রেটার নয়ডার (Greater Noida) গৌতম বুদ্ধ...