হোলির আনন্দের মাঝেই আ*গুনের আ*তঙ্ক (Fire Incident) জলপাইগুড়ি ধূপগুড়ি (Dhupguri Area) বাজার এলাকায়। বিধ্বংসী অ*গ্নিকাণ্ডে ভ*স্মীভূত ১৭ টি দোকান। স্থানীয় সূত্রে জানা গেছে বাজার সংলগ্ন বিভিন্ন গুদাম ঘরেও হু হু করে আ*গুন ছড়িয়ে পড়েছে। কালো ধোঁয়ায় চারপাশ ঢেকে গেছে বলে দমকল (Fire Engine) সূত্রে খবর। ইতিমধ্যেই দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আ*গুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

অগ্নিকাণ্ডের ঘটনায় রীতিমতো আতঙ্কিত এলাকার মানুষ। দমকল কর্মীদের সঙ্গে আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন সাধারণ মানুষও। স্থানীয়রা বলছেন ফুটপাত দখল করে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে দোকান। যার ফলে নিত্য দিন মানুষের যাতায়াত করা সমস্যার হয়ে দাঁড়িয়েছে। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। ঠিক কীভাবে আগুন লাগল তা এখনও পরিষ্কার নয় তবে অন্তত লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
