Tuesday, January 13, 2026

সৌদি প্রিমিয়ার লিগের ম্যাচে মেজাজ হারালেন রোনাল্ডো, গ্যালারি থেকে আসল মেসি নামের স্লোগান

Date:

Share post:

মাঠে মেজাজ হারালেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বৃহস্পতিবার সৌদি প্রিমিয়ার লিগের ম্যাচে আল ইত্তিহাদের কাছে ১-০ গোলে হারে আল নাসের। সৌদি ক্লাবে যোগ দেওয়ার পর প্রো লিগে এই প্ৰথম হার হজম করলেন সিআরসেভেন। সেই সঙ্গে শেষ দুই ম্যাচে গোলের দেখা পেলেন না মহাতারকা। ম‍্যাচ শেষে মাঠ ছেড়ে টানেল দিয়ে ড্রেসিংরুমে যাওয়ার সময় ক্রুদ্ধ রোনাল্ডো গজগজ করতে থাকেন। শুধু তাই নয় মাঠে উপস্থিত হাজার হাজার ইত্তিহাদ সমর্থক তাঁর চিরপ্রতিদ্বন্দ্বীর মেসির নামে স্লোগানও দেয়। সেই ভিডিও ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

সময়টা একেবারেই ভালো যাচ্ছে না পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। এক দিকে আল ইত্তিহাদের কাছে ৮০ মিনিটে গোল খেয়ে হেরে লিগ টেবিলের দ্বিতীয় নম্বরে নেমে আসা। অন্যদিকে হাজার হাজার ইত্তিহাদ সমর্থকদের তাঁর চিরপ্রতিদ্বন্দ্বীর নামে স্লোগান দিয়ে যাওয়া। সবশেষে রাগ সামলাতে না সিআরসেভেন।

ম‍্যাচ হারের পর মাঠ ছেড়ে টানেল দিয়ে ড্রেসিংরুমে যাওয়ার সময় ক্রুদ্ধ রোনাল্ডো গজগজ করতে থাকেন। ক্রুদ্ধ রোনাল্ডোকে স্বান্ত্বনা দিতে এগিয়ে আসেন আল নাসেরের এক সতীর্থ। এতেই রাগ পড়েনি তাঁর। হাত ছুড়ে নিজের হতাশা ব্যক্ত করতে থাকেন তিনি। গোটা দলের সঙ্গে মাঠ ছাড়ার মুখে টাচলাইনের কাছে রোনাল্ডো পৌঁছেই মাঠে পড়ে থাকা জলের বোতলে হতাশায় লাথি মারেন তিনি। আর এর পরই গ্যালারি থেকে যখন ইত্তিহাদ সমর্থকদের তাঁর চিরপ্রতিদ্বন্দ্বীর মেসির নামে স্লোগান ভেসে আসতে থাকে তখন বেজায় চটে যান রোনাল্ডো।

আর এর পরেই নেটিজেনদের সমালোচনা ও বিদ্রুপের শিকার হন রোনাল্ডো। যদিও ম্যাচ শেষে রোনাল্ডো সোশ্যাল মিডিয়াতে জানান আগামী ম্যাচগুলিতে তিনি ও তাঁর দল ফিরে আসবে। তবে নিজের সুদীর্ঘ কেরিয়ারের শেষ প্রান্তে এসে এমন আচরণ মেনে নিতে পারছেন না তার ভক্তরাও।

আরও পড়ুন:স্বীকৃতি না দেওয়া মেয়েকে সম্পত্তি দিয়েছেন ফুটবল সম্রাট পেলে

 

spot_img

Related articles

অন্যায়ভাবে নাম কাটলে অভিযোগ করুন: SIR নিয়ে নবান্নে তোপ মুখ্যমন্ত্রীর, নথি জমার রসিদ নেওয়ার পরামর্শ

অন্যায়ভাবে নাম বাদ! SIR প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের (Election Commission) বিরুদ্ধে ফের তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

উত্তরপ্রদেশে জ্যাকেটের ভিতর সাপ নিয়ে হাসপাতালে আক্রান্ত: রোগীকে চিকিৎসা ‘অস্বীকার’

কোন সাপ কামড়েছে, বোঝাতে জ্যাকেটের মধ্যে সাপ ভরে নিয়ে এলেন এক রিক্সাচালক। উত্তরপ্রদেশের মথুরায় (Mathura) মুহূর্তে চাঞ্চল্য শুরু...

শুধু অবৈধরাই তালিকার বাইরে, কে নিশ্চিত করবে: SIR হয়রানিতে কমিশনে প্রশ্ন একতা মঞ্চের

ভোটার তালিকা নিবিড় সংশোধনী নতুন কিছু নয়। কিন্তু নির্বাচন কমিশন এবার এসআইআর নিয়ে যেসব পথ অবলম্বন করছে এবং...

মদনমোহন মন্দিরে পুজো দিয়ে কোচবিহারের কর্মসূচি শুরু অভিষেকের

কোচবিহারে মদনমোহন মন্দিরে (Madanmohan Mandir) পুজো দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। প্রতিবারই কোচবিহারে...