Monday, August 25, 2025

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় দিনে খেলতে নতুন মাইলফলক স্পর্শ রোহিতের

Date:

Share post:

ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্টের তৃতীয় দিনে খেলতে নেমে অনন‍্য নজির গড়লেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। এদিন ভারতের সপ্তম ব্যাটার হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৭ হাজার রান পূর্ণ করলেন তিনি। এদিন ভারতের হয়ে ৪৩৮তম টেস্ট খেলতে নেমে নতুন মাইলফলক স্পর্শ করলেন রোহিত।

শনিবার ২১ রান করার সঙ্গে সঙ্গেই বাইশ গজে নতুন মাইলস্টোন স্পর্শ করেন রোহিত। এদিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ইনিংসে ৩৫ রান করেন তিনি। আর এদিন এই রান করতেই ভারতের সপ্তম ক্রিকেটার হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৭,০০০ রান পূর্ণ করলেন রোহিত।

ভারতীয় ক্রিকেটারদের মধ্যে এই নজির রয়েছে সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি, রাহুল দ্রাবিড়, সৌরভ গঙ্গোপাধ্যায়, মহেন্দ্র সিং ধোনি এবং বীরেন্দ্র সেহবাগের। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সব থেকে বেশি রান করার নজির সচিন তেন্ডুলকরের দখলে। দ্বিতীয় স্থানে বিরাট।

এদিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শতরান করলেন শুভমন গিল। বাংলাদেশে গিয়ে টেস্ট জীবনের প্রথম শতরান করেছিলেন শুভমন। তবু ভারতীয় দলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম দু’টি টেস্টে বসে থাকতে হয়েছিল গিলকে। প্রথম  দু’টি টেস্টে রাহুল ব্যর্থ হওয়ার পর শিকে ছেঁড়ে শুভমনের। ইন্দোরে তৃতীয় টেস্টে সেভাবে রান না পেলেও আহমেদাবাদে স্বমহিমায় শুভমন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট জীবনের দ্বিতীয় শতরান করে ফেললেন তিনি। এদিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১২৮ রান করেন শুভমন।

আরও পড়ুন:সোনার গ্লাভস পেয়েও সন্তুষ্ট নন বাগান গোলরক্ষক, লক্ষ‍্য অন‍্য, জানালেন বিশাল কাইথ

 

spot_img

Related articles

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...