Saturday, November 8, 2025

কুনোর জঙ্গলে মুক্তি নামিবিয়ার দুই চিতার

Date:

Share post:

দক্ষিণ আফ্রিকার নামিবিয়া থেকে গত সেপ্টেম্বরে আনা হয়েছিল আটটি চিতা। শনিবার সন্ধ্যায় দু’টি চিতাকে ‘মুক্ত প্রান্তর’ থেকে আরও বড় এলাকায় ছেড়ে দেওয়া হয়েছে।

একটি পুরুষ চিতা ওবান ও একটি মহিলা চিতা আশাকে শেওপুরের খোলা জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে বলে কুনো ন্যাশনাল পার্কের তরফে জানানো হয়েছে।
জানা গিয়েছে, এলাকার পরিবেশ এবং চিতাগুলির স্বাস্থ্য পর্যবেক্ষণ করার পর শনিবার চিতা দু’টিকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রের খবর, বাকি চিতাগুলিকেও ধাপে ধাপে বড় এলাকায় ছেড়ে দেওয়া হবে।

বন আধিকারিক প্রকাশকুমার বর্মা জানিয়েছেন, চিতা দু’টিকে যে বড় এলাকায় ছেড়ে দেওয়া হয়েছে, সেখানে তাদের শিকার করার জন্য পর্যাপ্ত পরিমাণ হরিণ রয়েছে।প্রসঙ্গত, জঙ্গলের পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর উদ্দেশ্যে আটটি চিতাকে নভেম্বর মাসে তাদের আরও বড় এলাকায় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল এক বিশেষ কর্মীদল।

কুনো ন্যাশানাল পার্ক সূত্রে খবর ১৫ দিন একটানা তাদের মনিটরিং করা হবে।
যে এলাকায় চিতাবাঘ দুটি থাকবে, সে এলাকার প্রায় এক কিলোমিটার আগে পর্যটকদের থামিয়ে দেওয়া হবে। রাজ্যের প্রধান বন্যপ্রাণী ওয়ার্ডেন জেএস চৌহান বলেন, “দুটি চিতাবাঘকে খোলা জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। প্রয়োজনে পার্কের আশেপাশের থানাগুলিরও সাহায্য নেওয়া হবে।”

 

spot_img

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...