Sunday, November 16, 2025

২৪ কোটি মুসলিমকে কি চিনে পাঠাবেন? মোদি সরকারকে প্রশ্ন ফারুক আব্দুল্লাহর

Date:

Share post:

ধর্মের ভিত্তিতে বিভাজন তৈরি করে দেশকে বিভক্ত করা হচ্ছে। কেন্দ্রের মোদি সরকারের(Modi govt) বিরুদ্ধে এমনই অভিযোগ তুলে জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লাহ(Farooq Abdullah)। রীতিমতো তোপ দেগে তিনি বলেন, যে জিনিস চলছে সেটা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। দেশে ঘৃণার রাজনীতি নতুন কিছু নয়। কিন্তু এরা দেশে থাকা ২২-২৪ কোটি মুসলিমের(Muslim) সঙ্গে কি করবে? তাদের কি সমুদ্রে ফেলে দেওয়া হবে নাকি চিনে পাঠানো হবে।

শনিবার নিজের বাসভবনে উপত্যকার এক ডজন এরও বেশি রাজনৈতিক দলের নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। সেখানে কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে তোপ দেগে গান্ধীজির প্রসঙ্গ তুলে তিনি বলেন, গান্ধীজি রাম রাজ্যের কথা বলতেন, যার অর্থ ছিল একটি কল্যাণমূলক রাষ্ট্র। যেখানে সকল মানুষ সমান সুযোগ পাবে এবং কারো প্রতি কোনো বৈষম্য থাকবে না। আমাদের সকলের উচিত গান্ধীজির আদর্শ অনুসরণ করা। এভাবে সাম্প্রদায়িক বিভাজন তৈরি করে একে অপরের বিরুদ্ধে দাঁড় করানো উচিত নয়।

পাশাপাশি উপত্যকার বর্তমান রাজনৈতিক সমস্যার প্রসঙ্গে তিনি বলেন, জম্মু চেম্বার অফ কমার্স সম্পত্তি করের বিরুদ্ধে বনধ ডেকেছিল। সেখানে রাজ্যের যুবকদের উপর লাঠিচার্জ করা হচ্ছে। এতে বোঝা যায় জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি ভালো নয়। জম্মু ও কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদা প্রত্যাহার করে তাদের দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করা সমগ্র দেশের জন্য একটি দুঃখজনক সিদ্ধান্ত। জম্মু ও কাশ্মীর দেশের অবিচ্ছেদ্য অংশ। আমরা এদেশের, তাহলে আমাদের সাথে কেন এমন করা হচ্ছে? আমরা দেশবিরোধী নই।

তিনি আরো বলেন, আমরা দিল্লি গিয়ে নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করব। আমরা তাদের কাছে দাবি জানাব, এখানে নির্দিষ্ট করা সময়ের আগে নির্বাচন সম্পন্ন করার জন্য। পাশাপাশি জম্মু ও কাশ্মীরকে পূর্ণ রাজ্যের মর্যাদা ফেরাতে তাদের কাছে আবেদন জানাবো। জাতীয় বিরোধী দলগুলোর নেতাদের সঙ্গেও দেখা করব।

spot_img

Related articles

অনশনের ১২ দিন! ঠাকুরবাড়িতে মতুয়া দলপতির পাশে রাজ্যের মন্ত্রীরা

ঠাকুরনগরে নিঃশর্ত নাগরিকত্বের দাবি মতুয়াদের। তাঁদের দাবির সমর্থনে অনশন মঞ্চে যোগ দিয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুরও (Mamatabala Thakur)।...

হৃদয়ে ট্রামের ধাক্কা’, উৎপল সিনহার কলম

... জীবনের এই স্বাদ -- সুপক্ক যবের ঘ্রাণ হেমন্তের বিকেলের -- তোমার অসহ্য বোধ হলো ; মর্গে কি হৃদয় জুড়োলো মর্গে --...

স্বামীর নামে ভুল! SIR ফর্ম হাতে পেয়েও অশান্তি, আত্মঘাতী মহিলা

ভোটার তালিকা সংশোধন করতে গিয়ে যে আতঙ্কের পরিবেশ নির্বাচন কমিশন গোটা রাজ্যে তৈরি করেছে তাতে প্রায় প্রতিদিন একজন...

ইডেনে হারের নেপথ্যে গম্ভীরের রণকৌশল! WTC তালিকাতেও পতন ভারতের

ইডেনে লজ্জার হার ভারতের(India)। পছন্দ মতো পিচ বানিয়েও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে জয় অধরাই থাকল ভারতের(India)। টিম...