Saturday, August 23, 2025

উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন মেয়র, নিজের জীবনের অভিজ্ঞতাও শেয়ার করলেন

Date:

Share post:

আজ থেকে শুরু হল ২০২৩ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা। এবার পরীক্ষায় বসছে প্রায় সাড়ে ৮ লক্ষ পরীক্ষার্থী। গতবারের থেকে এই সংখ্যা বেড়েছে ১ লক্ষেরও বেশি। পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ২ হাজার ৩৪৯টি। উচ্চমাধ্যমিক পরীক্ষা উপলক্ষ্যে রয়েছে নিরাপত্তার কড়াকড়ি। এবার যাঁরা উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসছেন, তাঁরা করোনা মহামারির জন্য মাধ্যমিক পরীক্ষা দিতে পারেননি। ফলে এই বছরের পরীক্ষার্থীদের কাছে এটাই জীবনের প্রথম বড় পরীক্ষা।

তাই এদিন পরীক্ষার্থীদের উৎসাহ দিতে পরীক্ষা শুরুর আগে চেতলা গার্লস হাইস্কুলে যান কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম । পরীক্ষার্থীদের হাতে তুলে দেন পেন, চকোলেট, জলের বোতল ও শুভেচ্ছাপত্র।

এ বছরের পরীক্ষার্থীদের সম্পর্কে বলতে গিয়ে ফিরহাদ হাকিম বলেন, “প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা। এই পরীক্ষার পর স্কুলের গণ্ডি ছাড়িয়ে নতুন এক জীবনে পা দেবে সকলে। পেশাদারি জগতে কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার, কেই চ্যাটার একাউন্টেন্ট হবে। তাদের শুভেচ্ছা জানিয়ে পরবর্তী প্রজন্মকে আহ্বান জানানো যে তোমরাই আগামিদিনে দেশ গড়ার, বাংলা করার কাজে লাগবে। তোমরা জীবনের পথে এগিয়ে চলো।”

নিজের জীবনের অভিজ্ঞতা প্রসঙ্গে বলেন, “সেই ১৯৭৬ সালে বহুবছর আগে আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম। আমার তিন মেয়ে যখন বোর্ডের পরীক্ষা দেয় তখন আমি সঙ্গে গিয়েছিলাম এবং অভিভাবক হিসাবে বাইরে ছিলাম। খুব স্বাভাবিকভাবে একটু তো টেনশন হয়। তাই সকলকে একটু শুভেচ্ছা জানালাম, এটা তাদের প্রাপ্য। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান আগামী প্রজন্ম মাথা তুলে দাঁড়াক।”

 

 

spot_img

Related articles

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...