Saturday, August 23, 2025

এবার যোগী আদিত্যনাথকে শ্রীকৃষ্ণের সঙ্গে তুলনা করলেন নীতিন গডকরি

Date:

Share post:

উত্তরপ্রদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণ করার জন্য মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ভূয়সী প্রশংসা করলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি। কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী গডকরি বলেন, ‘ উত্তর প্রদেশ খুব শিগগিরই সবচেয়ে সমৃদ্ধ রাজ্য হিসাবে উঠে আসবে যোগী আদিত্যনাথের অধীনে।’

পরিবহনে ১৮ টি প্রকল্পের উদ্বোধন করেন কেন্দ্রীয় সড়ক পরিবহন ও হাইওয়ে সংক্রান্ত মন্ত্রকের মন্ত্রী। সোমবার গোরক্ষপুরের ওই অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ওই মঞ্চ থেকে যোগীর উদ্দেশে প্রশংসা করে গডকরি বলেন, উত্তরপ্রদেশে ‘রামরাজ্য’ প্রতিষ্ঠা হচ্ছে যাতে দারিদ্রতা সরিয়ে ফেলা যায়, জনতার কল্যাণ করা যায়।
আরও একধাপ এগিয়ে শ্রীকৃষ্ণের সঙ্গে তুলনা টেনে যোগী আদিত্যনাথের প্রসঙ্গে মন্তব্য করেন তিনি । কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘যেভাবে শ্রীমদ্ভগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, দুষ্ট যতই প্রভাব বিস্তার করুক, সমাজে ক্ষতি শুরু হোক, অন্যায় নির্যাতন যতই বাড়ুক মানুষের ওপর, তিনি নিজে মানুষকে রক্ষা করতে অবতীর্ণ হবেন। একইভাবে উত্তরপ্রদেশে যোগীজি খারাপ শক্তিকে প্রতিহত করতে ও মানুষকে রক্ষা করতে পদক্ষেপ করছেন।’

এর আগে তিনি বলেছিলেন , উত্তরপ্রদেশের সড়কগুলিকে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সড়কের মতো করে তুলবেন। সেই প্রসঙ্গ টেনে কেন্দ্রীয় মন্ত্রী ওই সভা থেকে বলেন, ২০১৪ সালের পর উত্তর প্রদেশের জাতীয় সড়কের দৈর্ঘ দ্বিগুণ হয়েছে। আর ২০২৪ সালের শেষের মধ্যে ৫ লাখ কোটি টাকার কাজ সম্পন্ন হবে। উত্তরপ্রদেশে জাতীয় সড়ক সংক্রান্ত আগামী দিনের রোডম্যাপ সম্পর্কেও বেশ কয়েকটি তথ্য তুলে ধরেন তিনি। কোন প্রকল্প শেষ হয়েছে, কতগুলি বাকি, সেই সমস্ত তথ্য পরিসংখ্যান তিনি তুলে ধরেন।

তিনি বলেন,’ এই প্রকল্পগুলি হয় উদ্বোধন করা হচ্ছে বা বাবা গোরক্ষনাথের এই পবিত্র ভূমিতে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা চলছে। প্রকল্পগুলি উত্তরপ্রদেশে বিনিয়োগকে উৎসাহিত করবে এবং শিল্প বিকাশকে এগিয়ে নিয়ে যাবে।’

 

spot_img

Related articles

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...

হালিশহর ও কাঁচরাপাড়া পেল স্বচ্ছ ভারত মিশনের ‘ওডিএফ প্লাস’ সার্টিফিকেট 

বারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দুই শহর হালিশহর ও কাঁচরাপাড়া এবার স্বচ্ছ ভারত মিশনের ‘ওপেন ডিফেকেশন ফ্রি প্লাস’ (ওডিএফ প্লাস)...

ফের ডুরান্ড কাপ জয় নর্থইস্টের

প্রতিযোগিতায় দুরন্ত শুরুটা করলেও শেষরক্ষা করতে পারল না। একটানা ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেডের(North East United) বিরুদ্ধে খানিকটা ক্লান্তিটাই যেন...