Thursday, August 21, 2025

তল্লাশিতে কিছু মেলেনি, চা-ব্রেকফাস্ট-লাঞ্চ খাইয়ে ইডির টিমকে ফেরৎ পাঠিয়েছেন তেজস্বী

Date:

Share post:

ফের বিহারের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের নিশানায় কেন্দ্রীয় এজেন্সি। ইডি হানা নিয়ে বিস্ফোরক লালু-পুত্র। তাঁর বাসভবনে তল্লাশিতে বিপুল পরিমাণ নগদ ও সোনা উদ্ধারের দাবি উড়িয়ে তেজস্বীর পাল্টা দাবি, ইডি হানায় কিছুই পাওয়া যায়নি। মাত্র ৩০ মিনিটেই ইডির তল্লাশি শেষ। তেজস্বীর হুঁশিয়ারি, সাহস থাকলে সিজার লিস্ট প্রকাশ করুক ইডি।

প্রসঙ্গত, দিল্লির নিউ ফ্রেন্ডস কলোনিতে তেজস্বী যাদবের বাড়িতে তল্লাশি চালায় ইডি। তেজস্বীর দাবি, ৩০ মিনিটেই সেই তল্লাশি শেষ হয়ে যায়। তল্লাশিতে কিছু-ই পায়নি ইডি। বরং, তিনি ও তাঁর পরিবারের সদস্যরা ইডি আধিকারিকদের চা ও খাবার সহযোগে অতিথি আপ্যায়ণ করেন। তেজস্বীর কথায়, “আমরা ইডি আধিকারিকদের আপ্যায়ণের কোনও সুযোগ ছাড়িনি। আমরা ওদের চা দিই, ব্রেকফাস্ট দিই। সঙ্গে দুপুরের খাবারও।”

এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যে দলটি তল্লাশি চালিয়েছে, তাঁদের দাবি, বিপুল পরিমাণ নগদ ও সোনা উদ্ধার হয়েছে
তেজস্বী যাদবের বাড়ি থেকে। তবে তেজস্বীর দাবি, আধঘণ্টাতেই ইডি আধিকারিকদের তল্লাশি অভিযান শেষ হয়ে যায়। কিন্তু ওপর মহলের নির্দেশ আছে, এই বলে বেশি সময় ধরে তাঁর বাড়িতে ছিলেন ইডি তদন্তকারীরা। বেশিক্ষণ থাকার জন্য। যাতে সারাদিন সংবাদমাধ্যমে এই ইডি হানার খবর দেখানো হয়! এই পুরো ঘটনাটিই বিজেপির ষড়যন্ত্র বলে তোপ দেগেছেন তেজস্বী।

তিনি বলেন, “বিজেপির সব মানুষ মিথ্যে, ভুয়ো। একমাত্র আমরাই সত্যিকারের সমাজবাদী নেতা। আমরা ওদের মিথ্যেকে ভয় পাই না। পুর্নিয়াতে মিছিলের পর বিজেপি নেতৃত্ব ভয় পেয়েছে। তাই নজর ঘোরাতেই ওরা এসব করছে। কিন্তু ওদের চেষ্টা সফল হবে না। কোনও প্রমাণ নেই ওদের কাছে। ওরা শুধু গালভরা গপ্পো বানাতে পারে। আসলে বিহারের ক্ষমতা থেকে হঠিয়ে দেওয়ার পর বিজেপি নেতারা অস্বস্তিবোধ করছেন। তাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ইডিকে হাতিয়ার করতে চাইছে বিজেপি।”

 

 

spot_img

Related articles

আমন্ত্রণ আসেনি: শুক্রবার কী করবেন দিলীপ ঘোষ, অকপট, অভিমানী

কাজের সময় কাজি, কাজ ফুরোলেই পাজি। যে দিলীপ ঘোষের হাত ধরে বঙ্গে বিজেপির উত্থান, শুভেন্দু-সুকান্ত জমানায় সেই দিলীপকেই...

আমি ভুল করলে পিছনে বাবা আছে: প্রথমবার মঞ্চে উঠে আরিয়ানের শাহরুখ-শরণ

নেটফ্লিক্সে ডিরেক্টরিয়াল ডেবিউ আরিয়ান খানের (Aryan Khan)। আন্ধেরির ওয়াইআরএফ (YRF) স্টুডিও-তে তার মেগা রিলিজের ঘোষণার মঞ্চে অকপট আরিয়ান।...

বৃষ্টির হলুদ সতর্কতা! খেলা দেখাচ্ছে বিদায়ী বর্ষা

বৃহস্পতিবার দক্ষিণ বঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টির হলুদ সতর্কতা (yellow alert)। আবহাওয়া দফতরের পূর্বাভাস (forecast) অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায়...

কালা আইন এনে দুর্নীতি দমন! বিজেপির দুই শীর্ষ মন্ত্রীর মিথ্যাচার ফাঁস তৃণমূলের

সংবিধান সংশোধন করে নরেন্দ্র মোদি দেশ থেকে দুর্নীতি তাড়াবেন। বুধবার সংসদে কালা কানুন (Black Bill) জারি করার প্রথম...