Friday, November 28, 2025

কুন্তলের কীর্তিকলাপে স্ত্রী জয়শ্রীর যোগসূত্র খুঁজতে তলব ইডির

Date:

Share post:

নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন বলাগড়ের বহিষ্কৃত যুবনেতা কুন্তল ঘোষ। নিয়োগ তদন্তে কুন্তলের কাছ থেকে প্রচুর নথি পেয়‌েছেন তদন্তকারীরা।সেই সূত্রে ধরে সামনে আসে তাঁর স্ত্রীর নাম। এই পরিস্থিতিতে বুধবার ইডি দফতরে গেলেন শান্তনুর স্ত্রী জয়শ্রী ঘোষ।জানা গিয়েছে, বেশ কিছু বিষয়ে তথ্য জানতে সম্প্রতি জয়শ্রীকে ডেকে পাঠিয়েছিল ইডি।

বুধবার প্রায় আড়াই ঘণ্টা জয়শ্রী ঘোষকে জিজ্ঞাসাবাদ করেন ইডি আধিকারিকরা।আসলে  কুন্তলের বিনোদনমূলক ইউটিউব চ্যানেল ‘নবকথা ইনিশিয়েটিভে’র সঙ্গে জয়শ্রীর যোগসূত্র খুঁজে পাওয়া গিয়েছে। সূত্রের খবর, এই বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়ার জন্য তাঁকে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা।

গত ২১ জানুয়ারি নিয়োগ দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার হন হুগলি জেলার তৎকালীন যুবনেতা কুন্তল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে নিয়োগ দুর্নীতির আর এক অভিযুক্ত তাপস মণ্ডল দাবি করেছিলেন, চাকরির জন্য যাঁদের কাছ থেকে টাকা তোলা হত, তা তাঁর অফিসে আনা হত। সেই টাকা তাঁর ‘নির্দেশ’ মতোই পৌঁছে যেত কুন্তলের কাছে। যদিও তাপসের এই অভিযোগ মানতে চাননি কুন্তল।বরং তাপসের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ করেন তিনি।

যদিও পরে কুন্তলের সূত্রেই প্রকাশ্যে আসে গোপাল দলপতি, হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের নাম। ইডি দাবি করেছে, নিয়োগ দুর্নীতিচক্রের অন্যতম এজেন্ট হিসাবে কাজ করতেন কুন্তল। তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে যে বিপুল অঙ্কের লেনদেন হয়েছে, তার তথ্যপ্রমাণ আগেই হাতে পেয়েছিলেন তদন্তকারীরা। তা ছাড়াও বিভিন্ন ব্যবসায় ‘অংশীদার’ কারা ছিলেন, সেই বিষয়টিও খতিয়ে দেখতে চাইছেন তদন্তকারীরা।

 

 

 

spot_img

Related articles

রাতের অন্ধকারে চমক! সহকারী সভাধিপতির গাড়ির সামনে পূর্ণবয়স্ক চিতাবাঘ 

অন্ধকার ভেদ করে চমকে দিল সরাসরি চিতাবাঘ! ফাঁসিদেওয়া ব্লকের মাদাতি চা বাগানের বালাসন ডিভিশনে সরকারি কাজ সেরে ফেরার...

হাওড়ায় দুষ্কৃতী হামলা: গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে পঞ্চায়েত প্রধান

তৃণমূল পঞ্চায়েত প্রধানের উপর গুলি চালানোর ঘটনায় বৃহস্পতিবার রাতে আতঙ্ক ছড়ালো হাওড়ার সাঁপুইপাড়া বসুকাঠি পঞ্চায়েত (panchayat) এলাকায়। গুরুতর...

সংখ্যালঘু কমিশনের ভাইস–চেয়ারম্যান পদে জন বার্লা 

রাজ্যের সংখ্যালঘু কমিশনে নতুন দায়িত্ব পেলেন প্রাক্তন সাংসদ জন বার্লা। বৃহস্পতিবার সংখ্যালঘু উন্নয়ন দফতর থেকে প্রকাশিত নির্দেশিকায় জানানো...

মুম্বই নির্বাচনের আগে ১১ লক্ষ ডুপ্লিকেট ভোটার! বিজেপির বিরাট কারচুপির পর্দাফাঁস

বাণিজ্যনগরীর পুরনিগমের নির্বাচন। আর তার আগে খসড়া ভোটার তালিকা তৈরি হতেই ধরা পড়ে গেল নির্বাচন কমিশনের সঙ্গে হাত...