Thursday, August 21, 2025

মেসিকে যেন ছুঁয়েও ছোঁয়া হলো না হলান্ডের!

Date:

Share post:

একেই বোধ হয় বলে কপাল! লিওনেল মেসিকে যেন ছুঁয়েও ছোঁয়া হলো না আর্লিং হলান্ডের! চ্যাম্পিয়নস লিগের নকআউট ম্যাচে ৫ গোল করে মেসির সঙ্গে এক আসনে বসেছিলেন। সেই মেসিকেই আবার ছাড়িয়ে গিয়েছিলেন সবচেয়ে কম সময়ে ৫ গোল করার রেকর্ডে। এরপরও এক জায়গায় মেসিকে ছুঁতে পারা অধরাই থেকে গেল হলান্ডের কাছে।
তথ্য পরিসংখ্যান বলছে, হলান্ডের আগে চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে একটি ম্যাচে একাই ৫ গোল করার কৃতিত্ব আছে শুধুমাত্র মেসি ও লুইজ আদ্রিয়ানোর। ২০১২ সালে বেয়ার লেভারকুসেনের বিপক্ষে ৫ গোল করেছিলেন মেসি। আর ২০১৪ সালে বেলারুশের ফুটবল ক্লাব বরিসভের বিপক্ষে এই কীর্তি গড়েছিলেন আদ্রিয়ানো। যদিও হলান্ডের আগে চ্যাম্পিয়নস লিগের নকআউটে একটি ম্যাচে ৫ গোল করার নজির শুধু মেসিরই ছিল। এই কীর্তির মতো মেসির আরেকটা কীর্তির পাশেও এক আসনে হলান্ড।
মেসির মতো প্রথমার্ধেই হ্যাটট্রিক করেছেন এই নরওয়েজিয়ান তারকা। মেসি অবশ্য লেভারকুসেনের বিপক্ষে প্রথমার্ধে হ্যাটট্রিক পাননি। সেই ম্যাচে হ্যাটট্রিক করতে মেসির লেগেছিল ৪৯ মিনিট। প্রথমার্ধে মেসি হ্যাটট্রিক করেছিলেন ২০১০ সালে আর্সেনালের বিপক্ষে। সেই ম্যাচে একাই ৪ গোল করেছিলেন মেসি।হলান্ড অবশ্য ৫ গোল করায় দ্রুততম। ৫৭ মিনিটের মধ্যে করেছেন ৫ গোল। যেখানে লুইজ আদ্রিয়ানোর সময় লেগেছিল ৮২ মিনিট ও মেসির ৮৪ মিনিট। তবে একমাত্র মেসির সব কটি গোল ওপেন প্লে থেকে এসেছে।
আরও একটি তথ্য হল, ৫ গোলের মধ্যে পেনাল্টি থেকে কোনও গোল করেননি মেসি। সেখানে হলান্ডের প্রথম গোলটাই এসেছিল পেনাল্টি থেকে। তবে বাকি ৪ গোলই এসেছে ওপেন প্লে থেকে। অন্যদিকে আদ্রিয়ানোর ৫ গোলের মধ্যে প্রথম ও শেষ গোল এসেছিল পেনাল্টি থেকে। সবমিলিয়ে মেসিকে টপকে যাওয়া অধরাই থেকে গেল হলান্ডের কাছে।

 

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...