Sunday, January 11, 2026

ওভাল টেস্টে ভারতের একাদশে কাদের দেখছেন সৌরভ ?

Date:

Share post:

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দেশের মাটিতে টেস্ট সিরিজ জিতলেও ইন্দোর ও আমেদাবাদে শেষ দুটি টেস্টে জয়ের মুখ দেখতে ব্যর্থ রোহিত শর্মার ভারত। লন্ডনের ওভালে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জুনের ৭ তারিখ থেকে ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। স্বাভাবিকভাবেই ওভালে ভারত তিন স্পিনার নিয়ে খেলবে না। কেমন হওয়া উচিত ফাইনালে ভারতের কম্বিনেশন? তা নিয়ে জোর চর্চা চলছে।

ওভালে ভারতের টেস্ট একাদশে যে চারজনের জায়গা পাকা তাঁরা হলেন অধিনায়ক রোহিত শর্মা, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, মহম্মদ শামি ও মহম্মদ সিরাজ। এখন ৫ থেকে ৯ নম্বরে কারা থাকবেন তা নিয়ে জল্পনা চলছে। উইকেটকিপার হিসেবে শ্রীকার ভরতের থাকার সম্ভাবনাই বেশি। যদিও তাঁর কিপিংয়ে খুশি নন দীনেশ কার্তিক। রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেলের মধ্যে কোনও একজনের বাদ পড়ার সম্ভাবনাও বেশি।

প্রাক্তন ভারত অধিনায়ক তথা প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এক সাক্ষাৎকারে বলেছেন, অশ্বিন ও জাদেজা দুজনেই ভালো। অক্ষর প্যাটেলের কথাও বলতে হবে। অক্ষর লোয়ার অর্ডারে ব্যাট হাতে ভালো অবদান রাখেন। ভালো বোলিংও করেন সুযোগ পেলেই। জাদেজা, অশ্বিন, অক্ষরের উপস্থিতি ভারতের বড় শক্তি। আমি বুঝছি ওভালে তিনজনকে খেলানো সম্ভব নয়। তবে তিনজনই ভালো পারফর্ম করার ক্ষমতা রাখেন।

ওভাল টেস্ট নিয়ে ভারতের খুব একটা চিন্তার প্রয়োজন নেই বলে উপলব্ধি সৌরভ গঙ্গোপাধ্যায়ের। তিনি বলেন, অস্ট্রেলিয়াকে হারানোর জন্য অভিনন্দন। ভারত অস্ট্রেলিয়ায় গিয়ে জিতেছে। ইংল্যান্ডেও জিতেছে। ফলে ইংল্যান্ডে ফাইনাল না জেতার কারণ নেই। ভালো ব্যাট করে ৩৫০ থেকে ৪০০ রান তুলতে হবে। তাহলেই জেতা সম্ভব। শুভমান গিল ৬-৭ মাস ধরে দারুণ খেলছেন। তিনি যে ভারতীয় দলে জায়গা পাকা করে নিয়েছেন সেটাই মনে করেন সৌরভ।

 

spot_img

Related articles

‘ডুবন্ত টাইটানিক’, উৎপল সিনহার কলম

টাইটানিক যখন সমুদ্রের অতলে তলিয়ে যায়,ঠিক তার ১ ঘন্টা ৪০ মিনিট পর রাত ৪টে ১০ মিনিটে সেখানে আসে...

ফের শিরোনামে ডবল ইঞ্জিন ছত্রিশগড়! এবার পুলিশের জরুরি পরিষেবার গাড়িতে গণধর্ষণ যুবতীকে

ফের নারী নির্যাতনের ঘটনায় উত্তাল হয়ে উঠল ডবল ইঞ্জিন রাজ্য ছত্রিশগড়। এবার খোদ পুলিশের জরুরি পরিষেবা ‘ডায়াল ১১২’-র...

বিজেপির সেমসাইড গোল! শুভেন্দুর নিরাপত্তারক্ষীরা পেটাল বিজেপি নেতাকে

বাংলাকে না চেনেন বিজেপির নেতারা, না তাঁদের ঘিরে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। ফলে বারবার 'সেমসাইড' হয়ে যাচ্ছে। বিরোধী...

নাকতলার নক্ষত্রদের নিয়ে বিশেষ উদ্যোগ, অরূপকে কৃতজ্ঞতা কৃশানুর পরিবারের

নাকতলা সেখানে সাত কীর্তিমানের কীর্তিকলাপ।যদিও তাঁরা আজ প্রয়াত। ভারতীয় ফুটবলের মারাদোনা কৃশানু দে(krishanu dey), গীতিকার গৌরিপ্রসন্ন মজুমদার, গীতিকার...