অধিনায়ক ঘোষণা করল দিল্লি ক‍্যাপিটালস

সহ-অধিনায়ক হলেন অক্ষর প‍্যাটেল। এদিন টুইট করে এমনটাই জানান হল দিল্লির পক্ষ থেকে।

হাতে আর মাত্র কটা দিন, তারপরই শুরু ২০২৩ আইপিএল। ৩১ মার্চ প্রথম ম‍্যাচে গুজরাত টাইটান্সের মুখোমুখি চেন্নাই সুপার কিং। প্রস্তুতিতে ব‍্যস্ত প্রতিটি দল। তারই ফাঁকে আসন্ন মরশুমের জন‍্য অধিনায়ক ঘোষণা করল দিল্লি ক‍্যাপিটালস। দিল্লির নতুন অধিনায়ক হলেন ডেভিড ওয়ার্নার। সহ-অধিনায়ক হলেন অক্ষর প‍্যাটেল। এদিন টুইট করে এমনটাই জানান হল দিল্লির পক্ষ থেকে। চোটের কারণে আইপিএলে খেলতে পারবেন না ঋষভ পন্থ। তাঁর বদলি হিসাবে ডেভিড ওয়ার্নারকে আগামী মরশুমের জন্য অধিনায়ক করা হল।

এদিকে আবার কলকাতায় শিবির শুরু করেছে দিল্লি ক‍্যাপিটালস। দু’দিনের শিবির শেষ হবে বৃহস্পতিবার। বুধবারের শিবিরে হাজির হয়েছিলেন দিল্লির ক্রিকেট ডিরেক্টর সৌরভ গঙ্গোপাধ্যায়। এদিকে মাঠের ফেরার প্রস্তুতি শুরু করে দিয়েছেন পন্থ। বুধবার নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন পন্থ। সেখানে দেখা যাচ্ছে, জলে নেমে হাঁটছেন তিনি। ঋষভ বুধবার নিজের ভিডিও পোস্ট করে লেখেন, “ছোট, বড় এবং মাঝারি সব কিছুর জন্য ধন্যবাদ।”

আরও পড়ুন:Breakfast news : ব্রেকফাস্ট নিউজ