Monday, November 10, 2025

সব দোষ মণীষের! কালো টাকা সাদায় হিসাবরক্ষকের উপরেই দায় চাপালেন কেষ্ট

Date:

Share post:

দিনকয়েক আগেই দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত (Delhi Rouse Avenue Court) থেকে বেরোচ্ছিলেন চোখের জল মুছতে মুছতে। আর আদালত থেকে বেরিয়ে স্ত্রীকে দেখেই সেই কান্না আর ধরে রাখতে পারেননি। অঝোরে কাঁদতে দেখা যায় তাঁর স্ত্রীকেও। তিনি মণীশ কোঠারি(Manish Kothari)। এখন তাঁর দিকেই তাকিয়ে ইডির (Enforcement Directorate) তদন্তকারী আধিকারিকরা। তিনি গরু পাচার (Cattle Smuggling) মামলায় অভিযুক্ত এবং ধৃত অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) হিসাবরক্ষক (Accountant)। গরু পাচারের টাকা নয়ছয় করার অভিযোগে তাঁকেও ইডি গ্রেফতার করেছে। যদিও মণীশের দাবি, তিনি কোনও অন্যায় করেননি।

তবে জেরায় অনুব্রত সমস্ত দোষ চাপিয়েছেন হিসাবরক্ষক মণীশ কোঠারির ঘাড়েই। পালটা ধৃত কোঠারির দাবি, তিনি কাজ করেছেন অনুব্রতর নির্দেশ মেনে। তবে আসল সত্য জানতে লাগাতার জেরা চালাচ্ছে ইডির তদন্তকারী। এদিকে আগামী ২০ মার্চের মধ্যে অনুব্রতকন্যা সুকন্যাকেও (Sukanya Mondal) তলব করেছে ইডি। আর তিনজনকে মুখোমুখি বসিয়ে জেরা করে প্রকৃত তথ্য জানার চেষ্টা চালাবে তদন্তকারীরা। এদিকে গরু পাচারের টাকা বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের তথ্য আগেই পেয়েছিল তদন্তরকারীরা। সে সম্পর্কে জানতে অনুব্রতকে প্রশ্ন করেন তদন্তকারীরা। জবাবে অনুব্রত সাফ জানান, মণীশ আমাকে যেভাবে কালো টাকা সাদা করতে বলেছে, আমি করেছি। তবে মণীশের পাল্টা দাবি, উনি কারও কথা শুনতেন না। নিজের যা মনে হত করতেন।

গরু পাচার মামলায় সিবিআইয়ের হাতে অনুব্রত গ্রেফতার হওয়ার পর থেকেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের নজরে ছিলেন মণীশ। তদন্তকারীদের কাছে বীরভূমের জেলা তৃণমূল সভাপতির হিসাবরক্ষক হিসাবে নাম উঠে আসার পর তাঁকে ডেকে জিজ্ঞাসাবাদও করা হয়। গ্রেফতারের আগে মণীশকে দু’দফায় ডেকে জিজ্ঞাসাবাদ করেছিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-র আধিকারিকরাও। মঙ্গলবার সন্ধ্যায় দিল্লিতে ইডির সদর দফতরে দিনভর জিজ্ঞাসাবাদের পরে গ্রেফতার করা হয় মণীশকে। আপাতত রবিবার পর্যন্ত তিনি থাকবেন ইডি হেফাজতেই।

 

 

spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...