Wednesday, November 12, 2025

বাকিংহাম প্যালেসে নক্ষত্রখচিত নৈশভোজে বঙ্গতনয় প্রসূন মুখোপাধ্যায়

Date:

Share post:

প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ে অগ্রগতি চর্চায় বিশ্বে অন্যতম অগ্রগণ্য রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউট (RUSI)। গত দুদশক ধরে RUSI এই বিষয়ে কাজ করছে। সম্প্রতি লন্ডন বাকিংহাম প্যালেসে (Buckingham Palace) তাদের শীর্ষকর্তাদের একটি নৈশভোজের আয়োজন করা হয়। সেই তালিকায় ছিলেন রাজ পরিবারে সদস্য থেকে শুরু করে বিশ্বের তাবড় বিশিষ্ট্য ব্যক্তিরা। আর সেখানেই স্থান পেয়েছিলেন বঙ্গতনয় ইউনিভার্সাল সাকসেসের কর্ণধার প্রসূন মুখোপাধ্যায় (Prasun Mukharjee)।

RUSI তরুণ গবেষক, উদ্যোগপতি, বহুজাতিক সংস্থার শীর্ষ আধিকারিকদের নিয়ে গঠিত একটি স্বনির্ভর সংস্থা। ১৯০ বছরেরও বেশি সময় ধরে তারা সাধারণ মানুষ, সরকার এবং সশস্ত্র বাহিনী- এই তিনে মধ্যে একটি অনন্য সংযোগকারী পরিষেবা দিচ্ছে। RUSI কোনও সরকার বা প্রতিষ্ঠান থেকে তহবিল গ্রহণ করে না। সদস্য ফি, গবেষণা প্রকল্প থেকে আয় এবং কোম্পানি-সহ বিভিন্ন ব্যক্তির উদার সমর্থনে এরা প্রয়োজনীয় তহবিল তৈরি করে। উদীয়মান গবেষক এবং পেশাদারদের পাশাপাশি প্রতিষ্ঠিত বিশেষজ্ঞরাও রয়েছেন রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটে। এই ট্রাস্টি ও উপদেষ্টা বোর্ডে রয়েছেন প্রসূন মুখোপাধ্যায়ও। সম্প্রতি বাকিংহাম প্যালেসে এই ট্রাস্টি ও উপদেষ্টা বোর্ডের সদস্যদের নিয়ে একটি নৈশভোজের আয়োজন করা হয়। সেই তালিকায় ছিলেন প্রাক্তন চিফ ডিফেন্স স্টাফ জেনারেল নিক কার্টার, স্কাইপের প্রতিষ্ঠাতা
লর্ড রিকটার এনএসএ ইউকে, লিচেনস্টাইনের রাজকুমারী, ওয়েলিংটনের ডিউক, কেন্টের ডিউক-সহ বিশিষ্টরা। আর সেখানেই স্থান পেয়েছিলেন বঙ্গতনয় প্রসূন। তাঁর সংস্থা ইউনিভার্সাল সাকসেসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন তিনি।

বাকিংহাম প্যালেসের রাজকীয় আভিজাত্যপূর্ণ নৈশ্যভোজে বাঙালি প্রসূনের উপস্থিতি নিঃসন্দেহে উল্লেখযোগ্য। বিশ্বের দরবারে বাঙালি শিল্পপতির সাফল্য স্বীকৃত ও সমাদৃত। এই নৈশভোজে তাঁর উপস্থিতিই এর প্রমাণ দেয়।

spot_img

Related articles

দেশে প্রথমবার সেমিস্টার পদ্ধতিতে ফাজিল! ফলপ্রকাশের পরে সফল পরীক্ষার্থীদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

দেশের মধ্যে পশ্চিমবঙ্গে প্রথম মাদ্রাসার দ্বাদশ শ্রেণির পরীক্ষা হয়েছে সেমেস্টার পদ্ধতিতে। উচ্চ মাধ্যমিকের মতো মাদ্রাসার ফাজিল ২০২৬-এর পরীক্ষা...

অর্পিতার সঙ্গে সম্পর্ক কী, কাদের নিয়ে পরিবার? খোলাখুলি উত্তর পার্থর

শিক্ষক নিয়োগ মামলায় তাঁর গ্রেফতার হওয়ার পরেই গ্রেফতার হন তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukharjee)। জামিন পেয়ে বাড়ি...

ডবল ইঞ্জিনের গোয়ায় কোটি টাকার চাকরি কেলেঙ্কারি! জড়িত বিজেপি মন্ত্রিসভার সদস্য ও উচ্চপদস্থ আমলা

ফের ডবল ইঞ্জিন সরকারের দুর্নীতি ফাঁস। কোটি কোটি টাকার 'চাকরির বিনিময়ে নগদ' কেলেঙ্কারির এক মূল অভিযুক্ত গোয়ার (Goa)...

এখনও গুটখা-তামাকযুক্ত পান মশলা বিক্রি নিষিদ্ধ বাংলায়, মেয়াদ চলবে কতদিন

আরও এক বছর গুটখা ও তামাকযুক্ত পান মশলা (Pan Masala) বিক্রির নিষেধাজ্ঞা পশ্চিমবঙ্গে (West Banegal)। গত ৭ নভেম্বর...