Sunday, January 11, 2026

বাকিংহাম প্যালেসে নক্ষত্রখচিত নৈশভোজে বঙ্গতনয় প্রসূন মুখোপাধ্যায়

Date:

Share post:

প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ে অগ্রগতি চর্চায় বিশ্বে অন্যতম অগ্রগণ্য রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউট (RUSI)। গত দুদশক ধরে RUSI এই বিষয়ে কাজ করছে। সম্প্রতি লন্ডন বাকিংহাম প্যালেসে (Buckingham Palace) তাদের শীর্ষকর্তাদের একটি নৈশভোজের আয়োজন করা হয়। সেই তালিকায় ছিলেন রাজ পরিবারে সদস্য থেকে শুরু করে বিশ্বের তাবড় বিশিষ্ট্য ব্যক্তিরা। আর সেখানেই স্থান পেয়েছিলেন বঙ্গতনয় ইউনিভার্সাল সাকসেসের কর্ণধার প্রসূন মুখোপাধ্যায় (Prasun Mukharjee)।

RUSI তরুণ গবেষক, উদ্যোগপতি, বহুজাতিক সংস্থার শীর্ষ আধিকারিকদের নিয়ে গঠিত একটি স্বনির্ভর সংস্থা। ১৯০ বছরেরও বেশি সময় ধরে তারা সাধারণ মানুষ, সরকার এবং সশস্ত্র বাহিনী- এই তিনে মধ্যে একটি অনন্য সংযোগকারী পরিষেবা দিচ্ছে। RUSI কোনও সরকার বা প্রতিষ্ঠান থেকে তহবিল গ্রহণ করে না। সদস্য ফি, গবেষণা প্রকল্প থেকে আয় এবং কোম্পানি-সহ বিভিন্ন ব্যক্তির উদার সমর্থনে এরা প্রয়োজনীয় তহবিল তৈরি করে। উদীয়মান গবেষক এবং পেশাদারদের পাশাপাশি প্রতিষ্ঠিত বিশেষজ্ঞরাও রয়েছেন রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটে। এই ট্রাস্টি ও উপদেষ্টা বোর্ডে রয়েছেন প্রসূন মুখোপাধ্যায়ও। সম্প্রতি বাকিংহাম প্যালেসে এই ট্রাস্টি ও উপদেষ্টা বোর্ডের সদস্যদের নিয়ে একটি নৈশভোজের আয়োজন করা হয়। সেই তালিকায় ছিলেন প্রাক্তন চিফ ডিফেন্স স্টাফ জেনারেল নিক কার্টার, স্কাইপের প্রতিষ্ঠাতা
লর্ড রিকটার এনএসএ ইউকে, লিচেনস্টাইনের রাজকুমারী, ওয়েলিংটনের ডিউক, কেন্টের ডিউক-সহ বিশিষ্টরা। আর সেখানেই স্থান পেয়েছিলেন বঙ্গতনয় প্রসূন। তাঁর সংস্থা ইউনিভার্সাল সাকসেসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন তিনি।

বাকিংহাম প্যালেসের রাজকীয় আভিজাত্যপূর্ণ নৈশ্যভোজে বাঙালি প্রসূনের উপস্থিতি নিঃসন্দেহে উল্লেখযোগ্য। বিশ্বের দরবারে বাঙালি শিল্পপতির সাফল্য স্বীকৃত ও সমাদৃত। এই নৈশভোজে তাঁর উপস্থিতিই এর প্রমাণ দেয়।

spot_img

Related articles

‘ডুবন্ত টাইটানিক’, উৎপল সিনহার কলম

টাইটানিক যখন সমুদ্রের অতলে তলিয়ে যায়,ঠিক তার ১ ঘন্টা ৪০ মিনিট পর রাত ৪টে ১০ মিনিটে সেখানে আসে...

ফের শিরোনামে ডবল ইঞ্জিন ছত্রিশগড়! এবার পুলিশের জরুরি পরিষেবার গাড়িতে গণধর্ষণ যুবতীকে

ফের নারী নির্যাতনের ঘটনায় উত্তাল হয়ে উঠল ডবল ইঞ্জিন রাজ্য ছত্রিশগড়। এবার খোদ পুলিশের জরুরি পরিষেবা ‘ডায়াল ১১২’-র...

বিজেপির সেমসাইড গোল! শুভেন্দুর নিরাপত্তারক্ষীরা পেটাল বিজেপি নেতাকে

বাংলাকে না চেনেন বিজেপির নেতারা, না তাঁদের ঘিরে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। ফলে বারবার 'সেমসাইড' হয়ে যাচ্ছে। বিরোধী...

নাকতলার নক্ষত্রদের নিয়ে বিশেষ উদ্যোগ, অরূপকে কৃতজ্ঞতা কৃশানুর পরিবারের

নাকতলা সেখানে সাত কীর্তিমানের কীর্তিকলাপ।যদিও তাঁরা আজ প্রয়াত। ভারতীয় ফুটবলের মারাদোনা কৃশানু দে(krishanu dey), গীতিকার গৌরিপ্রসন্ন মজুমদার, গীতিকার...