Thursday, January 15, 2026

বুধবার বায়রনের শপথ? ইঙ্গিত স্পিকারের

Date:

Share post:

সাগরদিঘী জয়ী বিধায়ক বায়রন বিশ্বাসের শপথ নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল, তা শেষ হতে চলেছে! রাজভবন সূত্রে জানা গিয়েছে, স্পিকারের ওপরেই দায়িত্ব দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । বিধানসভাই স্থির করবে কবে সাগরদিঘির জয়ী কংগ্রেস সদস্যের শপথ গ্রহণ হবে।
এই বিষয়ে সোমবার বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তাঁর কাছে কোনও নির্দেশ আসেনি। এখনও পর্যন্ত কোনও চিঠিও আসেনি। এদিন সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করা হলেও রাজভবন থেকে কোনও চিঠি আসেনি বলে বিধানসভা সূত্রে জানা গিয়েছে।

গত ২ মার্চ কংগ্রেসের টিকিটে সাগরদিঘি উপনির্বাচনে জয়ী হন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস। সোমবার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, “যত দ্রুত সম্ভব শপথ করানো হবে। পরিষদীয় দফতরকে চিঠি পাঠিয়েছেন। আমার কাছে আসেনি সে চিঠি। কাল যদি আমার কাছে চিঠি আসে, আমি পরশু শপথ করিয়ে দিতে পারি।”
স্পিকারের বক্তব্য অনুযায়ী, সব ঠিকঠাক থাকলে বুধবার হতে পারে বায়রনের শপথ।
সংবিধানের ১৮৮ ধারা অনুযায়ী বিধানসভার সদস্যকে শপথবাক্য পাঠ করাবেন, তা স্থির করার সিদ্ধান্ত নিয়ে থাকেন রাজ্যপাল। তিনি নিজে করাতে পারেন অথবা স্পিকারকে শপথবাক্য পাঠ করানোর জন্য দায়িত্ব দিতে পারেন। আবার কখনও তিনি চাইলে ডেপুটি স্পিকারকেও দায়িত্ব দিতে পারেন। সাধারণভাবে বিধায়কদের শপথ বাক্য পাঠ করানোর জন্য স্পিকারকে দায়িত্ব দিয়ে থাকেন রাজ্যপাল। তবে কখনও কখনও ব্যতিক্রম হয়।

 

spot_img

Related articles

যত কাণ্ড ইন্ডিয়া ওপেন ব্যাডমিন্টনেই, স্টেডিয়ামে বাঁদর! পাখির উপদ্রবে থমকে গেল ম্যাচ

বিতর্ক যেন পিছু ছাড়ছে না ইন্ডিয়া ওপেন ব্যাডমিন্টনে(India Open )। দিল্লিতে দূষণের জন্য নাম তুলে নিয়েছেন ডেনমার্কের তারকা...

সিঙ্গুরে ‘টাটার মাঠে’ মোদির সভার জন্য বিনা অনুমতিতে জমি কেড়েছে বিজেপি! বিডিও-কে নালিশ

ন্যানোর জন্য জমি কাড়ার বিতর্কে পরে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সভার জন্য সিঙ্গুরে (Singur) অনুমতি না...

SIR-এর চাপে ব্যাহত ক্লাস! লেখাপড়ার ঘাটতি মেটাতে ‘বাংলার শিক্ষা’ পোর্টালে এবার ডিজিটাল লার্নিং

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার (SIR duty impact) বাড়তি দায়িত্বে সাম্প্রতিক মাসগুলিতে বহু শিক্ষক নিয়মিত ক্লাস নিতে...

রাজ্যে নতুন ৯টি বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট স্ট্যাচিউট অনুমোদন

রাজ্যের নয়টি নতুন বিশ্ববিদ্যালয়ের ‘প্রথম বিধি’ বা ফার্স্ট স্ট্যাচিউট কার্যকর হল। রাজ্যপাল তথা আচার্য ড. সি ভি আনন্দ...