Wednesday, January 14, 2026

দাম বাড়তে চলেছে কয়লার, বিদ্যুৎ বিল চাপ বাড়াবে মধ্যবিত্তের!

Date:

Share post:

লাগামছাড়া বিদ্যুত বিলের জেরে এমনিতেই জেরবার দেশবাসী এরইমাঝে আশঙ্কার বার্তা দিল কেন্দ্রীয় সরকারের(Central Govt) সংস্থা কোল ইন্ডিয়া(Coal India)। দেশের কয়লা উত্তোলনকারী এই সংস্থার তরফে জানিয়ে দেওয়া হল শীঘ্রই দাম বৃদ্ধি পেতে চলেছে কয়লার। ফলে কয়লার দাম বৃদ্ধি হলে বিদ্যুতের(Electricity) পাশাপাশি ইস্পাত সহ বহু পণ্যের দাম বৃদ্ধি হতে চলেছে বলে মনে করা হচ্ছে।

সোমবার কলকাতায় এক অনুষ্ঠানে কোল ইন্ডিয়ার চেয়ারম্যান প্রমোদ আগরওয়াল বলেন, কয়লার দাম বৃদ্ধির বিষয়ে খুব তাড়াতাড়ি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট একাধিক মহলের সঙ্গে আলাপ- আলোচনা চলছে। এই দামবৃদ্ধির কারণ নিয়ে সংস্থার চেয়ারম্যান বলেন, চলতি বছরে কোল ইন্ডিয়ার কর্মীদের বেতন বৃদ্ধির দাবিতে দর কষাকষি চলছে। শেষ পর্যন্ত যদি বেতন বৃদ্ধি করতেই হয়, সেক্ষেত্রে এই রাষ্ট্রায়ত্ত কয়লা উৎপাদক সংস্থার উপর আর্থিক চাপ অনেকটাই বেড়ে যাবে। তাই কয়লার দাম বাড়ানো না হলে সার্বিকভাবে জটিল পরিস্থিতি তৈরি হতে পারে। তেমন পরিস্থিতি এড়াতে শীঘ্রই কয়লার দাম বৃদ্ধির পথে হাঁটা ছাড়া কোল ইন্ডিয়ার সামনে আর কোনও রাস্তা খোলা নেই বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরাও।

তবে কয়লার দাম বৃদ্ধিতে এরাজ্যে বিদ্যুতের দামের উপর খুব একটা প্রভাব পড়বে না বলেই মনে করছেন রাজ্য বিদ্যুৎ দফতরের আধিকারিকরা। তাদের কথায়, রাজ্যের আওতায় যে তাপবিদ্যুৎ কেন্দ্রগুলি আছে, সেখানে কয়লার জোগান আসে সরকারের নিজস্ব খনি থেকে। কয়লার জন্য কোল ইন্ডিয়ার উপর রাজ্যের নির্ভরতা অনেকটাই কম। তাই সেক্ষেত্রে রাজ্যের উপভোক্তারা বিদ্যুতের মূল্যবৃদ্ধির কোপে পড়বে না।

spot_img

Related articles

দায় নেবে না WBJDF: অনিকেতের ক্রাউড ফান্ডিং-কে তুলে ধরে বহিষ্কারের ঘোষণা

রাজ্য সরকারের চাকরি থেকে ইস্তফার ঘোষণা করেছিলেন আর জি কর আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো। আর সেই ইস্তফার...

পুলিশি সহায়তায় নতুন নম্বর, রাজ্যে আসছে ১১২ হেল্পলাইন

১০০-র পাশাপাশি এবার ১১২-তে ডায়াল করেও মিলবে পুলিশের সাহায্য। রাজ্যে খুব শীঘ্রই এই নয়া হেল্পলাইন নম্বর চালু হতে...

কসবা আইন কলেজ কাণ্ডে চার্জ গঠন, বিচার শুরু ২৭ জানুয়ারি

কসবা আইন কলেজে গণধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র এবং তাঁর দুই সঙ্গী প্রমিত মুখোপাধ্যায় ও জাইবের বিরুদ্ধে...

তথ্যচিত্রে রাজ্যের প্রকল্পে বঙ্গ নারীর উত্তরণের কাহিনী: ‘লক্ষ্মী এলো ঘরে’র বিশেষ স্ক্রিনিং-এ অভিষেক

নতুন ধরনের গল্প নিয়ে পরিচালক রাজ চক্রবর্তী। গ্রাম বাংলার বাস্তব সমস্যার সম্মুখিন মহিলা বা যে কোনও গ্রামের মানুষের...